গোপনে চলছে নানা প্রক্রিয়া: রাবি উপাচার্য

গোপনে চলছে নানা প্রক্রিয়া: রাবি উপাচার্য ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৩৫, ২২ সেপ্টেম্বর ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেছেন, রাকসুর সঙ্গে যুক্ত থেকে যতক্ষণ আপনারা প্রশাসনের অংশ থাকবেন, ততক্ষণ প্রশাসনের সব কর্মকাণ্ডে সহযোগিতা করা আপনাদের দায়িত্ব। অনেক বিষয় আড়ালে চলছে, সময়ের সঙ্গে সঙ্গে তার ফলাফল সবার কাছে স্পষ্ট হবে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রাকসু নির্বাচন উপলক্ষে রিটার্নিং কর্মকর্তা ও পোলিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

অধ্যাপক নকীব বলেন, একটি সুন্দর রাকসু নির্বাচনের জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। ইনশাআল্লাহ নির্বাচন অনুষ্ঠিত হবে। সবার আন্তরিক সহযোগিতা নিয়েই এটি সম্পন্ন হবে। একটি ভালো নির্বাচনের জন্য যেসব শর্ত রয়েছে, সেগুলো কীভাবে পূরণ করা হবে, সে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। আমরা অত্যন্ত দক্ষ একটি কমিশন পেয়েছি, যারা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবে।

তিনি আরও বলেন, প্রশাসনের সঙ্গে যুক্তদের জন্য আমার স্পষ্ট বার্তা হলো, নির্বাচন কমিশন ও প্রশাসনের সিদ্ধান্ত অক্ষরে অক্ষরে পালন করতে হবে। কারও দ্বিমত থাকলে আগেই জানাতে হবে, যাতে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া যায়।

উপাচার্য নকীব আরও জানান, নির্বাচন নিয়ে আমাদের দৃঢ় প্রতিশ্রুতি রয়েছে, সেখান থেকে আমরা এক ধাপও পিছাইনি। বিভিন্ন চ্যালেঞ্জ এলেও কীভাবে তা মোকাবিলা করা যায়, সে বিষয়ে নির্বাচন কমিশন ভাবছে এবং সিদ্ধান্ত নেবে।

বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, এখানে এখন যে পরিস্থিতি বিরাজ করছে, তাকে আদর্শ বলা যাবে না। কিছু হঠকারিতা ও ঘটনা পরিবেশকে প্রভাবিত করেছে। তবে প্রশাসন নিজের অবস্থানে অটল আছে। নির্বাচন কমিশনের প্রতিটি সিদ্ধান্তের পেছনে প্রশাসনের পূর্ণ সমর্থন থাকবে, এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তাও দেওয়া হবে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement