পাকিস্তান শাসিত কাশ্মিরকে এবার নিজেদের দাবি করলেন ভারতের প্রতিরক্ষ

পাকিস্তান শাসিত কাশ্মিরকে এবার নিজেদের দাবি করলেন ভারতের প্রতিরক্ষ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৪৫, ২২ সেপ্টেম্বর ২০২৫

এবার প্রকাশ্যে আজাদ কাশ্মিরকে নিজেদের দাবি করলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তার ভাষায়, কাশ্মির দখল করতে ভারতের কোনো হামলার দরকার নেই, কারণ আজাদ কাশ্মির ভারতেরই অংশ—একদিন সেখানকার মানুষ নিজেরাই ভারতের সঙ্গে যুক্ত হতে চাইবে।

রোববার (২১ সেপ্টেম্বর) মরক্কোয় প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলাপচারিতায় এসব মন্তব্য করেন তিনি। পরদিন সোমবার (২২ সেপ্টেম্বর) এনডিটিভি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ভারতীয় প্রবাসীদের উদ্দেশে রাজনাথ সিং বলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মির একদিন স্বেচ্ছায় ভারতের সঙ্গে মিলিত হবে। ইতোমধ্যেই সেখানকার জনগণ এই দাবিতে স্লোগান দিচ্ছে।

তিনি স্মরণ করিয়ে দেন, পাঁচ বছর আগে জম্মু ও কাশ্মিরে সেনাবাহিনীর এক অনুষ্ঠানে তিনি একই কথা বলেছিলেন। সেসময়ও তিনি বলেছিলেন, পাকিস্তানশাসিত কাশ্মির দখলের জন্য আক্রমণের দরকার নেই, কারণ সেটি ভারতের অবিচ্ছেদ্য অংশ। একদিন সেখানকার মানুষ নিজেরাই বলবে—“আমরা ভারতীয়।”

এনডিটিভি জানায়, বিরোধী দলগুলো সম্প্রতি অভিযোগ তুলেছে যে ‘অপারেশন সিন্দুর’-এর সময় কেন্দ্রীয় সরকার পাকিস্তান অধিকৃত কাশ্মির দখলের সুযোগ হারিয়েছে। এই বিতর্কের মাঝেই রাজনাথ সিংয়ের এমন মন্তব্য নতুন আলোচনা তৈরি করেছে।

দুই দিনের সফরে মরক্কোয় অবস্থান করছেন তিনি। সফরে বেররশিদ শহরে টাটা অ্যাডভান্সড সিস্টেমসের নতুন হুইলড আর্মার্ড প্ল্যাটফর্ম উৎপাদন কারখানার উদ্বোধন করবেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী। আফ্রিকার মাটিতে এটিই ভারতের প্রথম প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন কারখানা।

রাজনাথ সিং একে ভারতের প্রতিরক্ষা শিল্পের বৈশ্বিক বিস্তারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন। সফরে তিনি মরক্কোর প্রতিরক্ষামন্ত্রী আবদুল লতিফ লৌদিইয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

চুক্তিটি কার্যকর হলে প্রশিক্ষণ, প্রযুক্তি ও শিল্প খাতে ভারত–মরক্কো সহযোগিতা আরও জোরদার হবে। একইসঙ্গে, সাম্প্রতিক বছরগুলোতে মরক্কোর কাসাব্লাঙ্কা বন্দরে ভারতীয় নৌবাহিনীর জাহাজের নিয়মিত সফর নতুন মাত্রা পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement