জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ৩৩টি বিশুদ্ধ পানির ফিল্টার বসাল ছাত্রশিবির

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ৩৩টি বিশুদ্ধ পানির ফিল্টার বসাল ছাত্রশিবির ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:০৫, ২২ সেপ্টেম্বর ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে ৩৩টি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন করেছে শাখা ছাত্রশিবির। বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া, কমনরুম ও বিভিন্ন বিভাগে এ ফিল্টারগুলো বসানো হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) শুরু হওয়া ‘নিরাপদ পানি পান কর্মসূচি’র অংশ হিসেবে এ উদ্যোগ নেয় সংগঠনটি।

শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল আলীম আরিফ বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় শুরুর সময় থেকেই অবহেলিত ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এখনো প্রশাসন শিক্ষার্থীদের জন্য যথেষ্ট নিরাপদ পানির ব্যবস্থা করতে পারেনি। তাই আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি, যা আজ থেকে চালু হলো।”

শাখা সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের সমস্যা সমাধান প্রশাসনের দায়িত্ব হলেও বাস্তবে তারা তা করতে ব্যর্থ হয়েছে। যে দু-একটি ফিল্টার দেওয়া হয়েছে, তা দিয়ে এত বিপুল সংখ্যক শিক্ষার্থীর প্রয়োজন মেটানো সম্ভব নয়। তাই সংগঠন হিসেবে আমরা এগিয়ে এসেছি।”

তিনি আরও জানান, পরবর্তী ধাপে ছাত্রী হলে একটি ঠান্ডা পানির ফিল্টার বসানো হবে। পাশাপাশি সেখানে কাপড় শুকানোর অসুবিধা দূর করতে ওয়াশিং মেশিন ও নারী শিক্ষার্থীদের জন্য স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানোর পরিকল্পনাও রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শাখা ছাত্রশিবিরের দাওয়াহ সম্পাদক আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল, এইচআরএম সম্পাদক সোহাগ আহমেদ, ছাত্রকল্যাণ সম্পাদক ফারুক আহমেদ, সাহিত্য সম্পাদক তারিকুল ইসলাম, অর্থ সম্পাদক মুস্তাফিজুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement