রংপুরে আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

রংপুরে আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ছবি: বিজনেস ডেইলি

রংপুর প্রতিনিধি

Published : ২১:১২, ২২ সেপ্টেম্বর ২০২৫

জ্যেষ্ঠ সাংবাদিক লিয়াকত আলী বাদলকে মারধরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সাংবাদিকরা।  আজ ২২ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে ১১টার দিকে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশগ্রহণ করেন রংপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

এ ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগী সাংবাদিক। মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, আগামী মঙ্গলবার দিবাগত রাত ১২টার মধ্যে মামলার আসামিরা গ্রেফতার না হলে পরদিন বুধবার রংপুর মহানগর পুলিশ কমিশনারের কার্যালয় ঘেরাও করা হবে। একইসঙ্গে আসামিদের গ্রেফতার না করা পর্যন্ত রংপুর সিটি কর্পোরেশনের সব ধরনের সংবাদ বর্জনের ঘোষণা দেন তারা।

এর আগে রবিবার রাতে রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, লাইসেন্স শাখার কর্মকর্তা মিজু, প্রশাসনিক কর্মকর্তা শান্ত, বিএনপি নেতা লিটন পারভেজ ও রকিসহ ১৪ জনের নাম উল্লেখ করে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় মামলা করেন সাংবাদিক লিয়াকত আলী বাদল।

মামলায় ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যানারে সোমবার দুপুরে মানববন্ধনে অংশগ্রহণ করেন রংপুরের গণমাধ্যমকর্মীরা।

রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সরকার মাযহারুল মান্নান, স্বপন চৌধুরী, সাজ্জাদ হোসেন বাপ্পী, মাহবুব রহমান, রেজাউল ইসলাম মানিক প্রমুখ। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, সাংবাদিক লিয়াকত আলী বাদলের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। 
 

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement