আগামী রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার আশ্বাস দিয়েছেন দেশের শীর্ষ ভোগ্যপণ্য আমদানিকারক ও ব্যবসায়ীরা। সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তাঁরা এ প্রতিশ্রুতি দেন।
বৈঠকে গভর্নর বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ বজায় রাখতে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় সহায়তা দেবে। বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেন বেশ কয়েকটি বড় ব্যবসায়ী গ্রুপের প্রতিনিধি।
ব্যবসায়ীরা জানান, বৈঠকে সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ডলার সরবরাহ, এলসি বা ঋণপত্র খোলা, মূল্যস্ফীতির প্রভাব এবং পণ্যের সরবরাহের বিষয়ে কথা হয়। একইসঙ্গে কীভাবে রমজানকে কেন্দ্র করে নিত্যপণ্যের যোগান ঠিক রেখে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা যায়, সে বিষয়েও আলাপ হয়।
স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাছির বলেন, “অনেকদিন পর ডলারের বাজার স্থিতিশীল হয়েছে, এখন আর ডলারের ঘাটতি নেই। বাংলাদেশ ব্যাংক চাইছে রিজার্ভ ধরে রেখে মূল্যস্ফীতি ৫ শতাংশের নিচে নামানো এবং পণ্যের সরবরাহ নিশ্চিত করা। এজন্য গভর্নর আমাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমরাও তাঁকে আশ্বস্ত করেছি, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম যেন সাধারণ মানুষের নাগালে থাকে, সে ব্যবস্থা নেব।”