তারাকান্দায় বৃদ্ধের চুল-দাঁড়ি কেটে দেওয়ায় মামলা

তারাকান্দায় বৃদ্ধের চুল-দাঁড়ি কেটে দেওয়ায় মামলা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০৯:১২, ২৮ সেপ্টেম্বর ২০২৫

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় হালিম উদ্দিন আকন্দ (৭০) নামে এক বৃদ্ধের মাথার চুল ও দাঁড়ি জোরপূর্বক কেটে দেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ভুক্তভোগীর ছেলে মো. শহীদ মিয়া আকন্দ বাদী হয়ে ‘হিউম্যান সার্ভিস বাংলাদেশ’ নামের একটি সংগঠনের সদস্যসহ সাতজনকে আসামি করে এবং অজ্ঞাতনামা আরও পাঁচজনকে অন্তর্ভুক্ত করে তারাকান্দা থানায় মামলা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, অভিযুক্তরা মূলত কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত। অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাদী শহীদ মিয়া আকন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার বাবা সারাজীবন সৎভাবে চলেছেন, কারও সঙ্গে অন্যায় আচরণ করেননি। তিনি চুল বা দাঁড়ি রাখবেন কি না, সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। অথচ যেভাবে তাকে অপমানজনকভাবে চুল-দাঁড়ি কেটে দেওয়া হয়েছে, তা অন্যায় এবং অমানবিক। আমরা ন্যায়বিচার চাই।

হালিম উদ্দিন আকন্দও অভিযোগ করে বলেন, আমাকে জোরপূর্বক চেপে ধরে চুল ও দাঁড়ি কেটে দেওয়া হয়। আমি প্রাণপণে রক্ষা পেতে চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত পারিনি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

স্থানীয় সূত্রে জানা যায়, হালিম উদ্দিন আকন্দ তারাকান্দার কোদালিয়া গ্রামের বাসিন্দা। তিনি এলাকায় ‘হালিম ফকির’ নামে পরিচিত। দীর্ঘ ৩৪ বছর ধরে তার মাথার চুলে জট বাঁধা ছিল। একসময় কৃষিকাজ করলেও বর্তমানে ‘ফকিরি’ জীবনযাপন করেন এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। হজরত শাহজালাল (র.) ও শাহ পরান (র.)-এর ভক্ত হিসেবেও তিনি এলাকায় সুপরিচিত।

ঘটনাটি ঘটে গত কোরবানির ঈদের আগে কাশিগঞ্জ বাজারে। তবে সম্প্রতি ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা ও নিন্দার ঝড় ওঠে। স্থানীয়দের দাবি, ‘হিউম্যান সার্ভিস বাংলাদেশ’ নামের সংগঠনের কয়েকজন সদস্য ইচ্ছাকৃতভাবে হালিম উদ্দিনের চুল কেটে ভিডিও ধারণ করে এবং তা অনলাইনে ছড়িয়ে দেয়।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement