নাটোরে জুস খেয়ে শিশুর মৃত্যু, দাদি আটক

নাটোরে জুস খেয়ে শিশুর মৃত্যু, দাদি আটক ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:৪৫, ২৮ সেপ্টেম্বর ২০২৫

নাটোরের গুরুদাসপুরে জুস খাওয়ার পর দুই বছরের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুটির দাদিকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ইকুড়ি গ্রামের শাহাদাত শাহের বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। শিশুটির মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাড়ে তিন বছর আগে উপজেলার রোলভা গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে পায়েল খাতুনের সঙ্গে সোনাবাজু গ্রামের সখেনা বেগমের ছেলে শাকিল হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই পুত্রবধূর সঙ্গে শাশুড়ি সখেনা বেগমের বিরোধ চলছিল। প্রায়ই তিনি পুত্রবধূকে শারীরিকভাবে নির্যাতন করতেন। সম্প্রতি এমন এক ঘটনার পর রাগ করে স্ত্রীকে নিয়ে আলাদা হয়ে যান শাকিল।

মারা যাওয়া শিশুর মা পায়েল খাতুন অভিযোগ করে জানান, শনিবার তারা ইকুড়ি গ্রামের এক আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যান। সেখানেই তার শাশুড়িও উপস্থিত ছিলেন। দুপুরে শিশুটি ঘুমিয়ে পড়লে তিনি বাইরে চলে যান। পরে দেড়টার দিকে শাশুড়ি শিশুকে ঘুম থেকে তুলে জুস খাওয়ান। এরপর থেকেই শিশুটি অসুস্থ হয়ে পড়ে। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, বিষাক্ত কিছু খাওয়ানো হয়েছে এবং তাকে দ্রুত রাজশাহী মেডিকেলে নিতে বলেন। কিন্তু পথেই শিশুর মৃত্যু হয়।

অভিযুক্ত সখেনা বেগম দাবি করেন, তিনি শুধু ছেলের কিনে আনা জুস নাতিকে খাইয়েছেন। কীভাবে মৃত্যু হলো তা তার জানা নেই। বরং তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন জানান, শিশুর দাদি সখেনা বেগমকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন এবং আইনগত প্রক্রিয়া চলছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement