শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন

Published : ১৬:০৪, ১৮ অক্টোবর ২০২৫
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি অংশে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট কাজ করছে, সঙ্গে যোগ দিয়েছে বাংলাদেশ বিমানবাহিনী।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।
কার্গো ভিলেজের এই অংশে মূলত আমদানি করা পণ্য মজুদ রাখা হয়। আগুন লাগার সঙ্গে সঙ্গে বাংলাদেশ সিভিল এভিয়েশন, ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে। পরে ধীরে ধীরে ফায়ার সার্ভিসের অন্যান্য ইউনিটও যোগ দেয়।
আগুনের তীব্রতা বৃদ্ধির কারণে বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িক স্থগিত ঘোষণা করা হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, কার্গো ভিলেজের পাশে একটি অংশে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, বিমান বাহিনী এবং বিমানবন্দরের অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা কাজ করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বিমানবন্দরের ৮ নম্বর গেইটের কাছে স্কাই ক্যাপিটাল-এর অফিস এবং ইম্পোর্ট কার্গো এরিয়ায় আগুন লাগে। দুপুর ২টা ৩০ মিনিটে খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে যায়। বর্তমানে ২৮টি ইউনিট কাজ করছে।
এখনও পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ সবাইকে নিরাপদ থাকার এবং সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছে।
বিডি/এএন