শাহজালালে আগুন, সৌদি ফ্লাইটের জরুরি অবতরণ সিলেটে

শাহজালালে আগুন, সৌদি ফ্লাইটের জরুরি অবতরণ সিলেটে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:২৪, ১৮ অক্টোবর ২০২৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডের তীব্রতা বাড়তে থাকায় বিমান ওঠানামা সাময়িকভাবে স্থগিত করেছে কর্তৃপক্ষ। এ অবস্থায় সৌদি আরব থেকে আসা একটি ফ্লাইটকে বিকল্প পথে সিলেটে অবতরণ করতে বাধ্য হতে হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে রিয়াদ থেকে আসা ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরের পরিবর্তে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে।

এর আগে দুপুর আড়াইটার দিকে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানবন্দর এলাকায়। খবর পেয়ে বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস এবং বিমানবাহিনীর দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

পরিস্থিতি জটিল হয়ে উঠলে ফায়ার সার্ভিসের একের পর এক ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। সর্বশেষ খবর অনুযায়ী, ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে, পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরাও তৎপর রয়েছেন।

এখনও পর্যন্ত অগ্নিকাণ্ডের উৎস এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে নানা পদক্ষেপ নিয়েছে এবং সবাইকে সচেতন থাকার অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে তারা জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে শিগগিরই একটি বিস্তারিত তদন্ত শুরু হবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement