পরপর আরও এক শিক্ষার্থী খুন

পরপর আরও এক শিক্ষার্থী খুন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:০৫, ২০ অক্টোবর ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদ হোসাইনের হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই গাজীপুরে ঘটেছে আরও এক মর্মান্তিক খুনের ঘটনা। এবার ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন এক পলিটেকনিক শিক্ষার্থী।

রোববার (২০ অক্টোবর) রাতে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ছুরিকাঘাত করে হত্যা করা হয় জাহিদুল আহসান জিহাদ নামে ওই তরুণকে। ঘটনার পরপরই পুলিশ চারজনকে আটক করেছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিহত জিহাদ (২১) গাজীপুরের শ্রীপুর থানার ভাঙ্গনাহাতি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। তারা পরিবারসহ টঙ্গীর আউচপাড়া মোল্লাবাজার এলাকায় বসবাস করতেন। জিহাদ ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের আরএসি (রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং) বিভাগের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে ছুটি নিয়ে জিহাদ টঙ্গীর বাসায় আসেন। রোববার মাগরিবের নামাজ শেষে তিনি মায়ের কাছ থেকে ৩ হাজার টাকা নিয়ে বের হন—পলিটেকনিকের সেমিস্টার ফি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করার উদ্দেশ্যে। পথে কলেজ রোড এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক তার ও তার দুই বন্ধুর গতিরোধ করে।

তখন পরিস্থিতি বুঝে জিহাদের দুই বন্ধু পালিয়ে গেলেও জিহাদকে একা পেয়ে ওই যুবকরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জিহাদের মৃত্যু হয়।

ঘটনার বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ বলেন, “আমরা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি এবং তা বিশ্লেষণ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।”

এদিকে পরপর দুই শিক্ষার্থী হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত হত্যাকারীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement