চট্টগ্রাম বন্দরে প্রবেশ ফি স্থগিত রাখল কর্তৃপক্ষ

চট্টগ্রাম বন্দরে প্রবেশ ফি স্থগিত রাখল কর্তৃপক্ষ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:০৮, ১৯ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম বন্দরে বর্ধিত প্রবেশ ফি স্থগিতের সিদ্ধান্তের পর অবশেষে পণ্যবাহী গাড়ি মালিকদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। ফলে কয়েক দিন ধরে স্থবির হয়ে থাকা বন্দর কার্যক্রমে ফের গতি ফিরেছে।

রোববার (১৯ অক্টোবর) বন্দর কর্তৃপক্ষ ও পরিবহন মালিক সংগঠনগুলোর মধ্যে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান গাড়ি মালিকদের আশ্বস্ত করেন যে, বর্ধিত প্রবেশ ফি এক সপ্তাহের জন্য স্থগিত রাখা হবে এবং এ সময়ের মধ্যেই এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে।

এই আশ্বাসের পর পরিবহন মালিকেরা তাদের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। বিকেল সাড়ে ৫টার পর থেকে বন্দরে আবারও পুরোদমে পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল শুরু হয়। ফলে বন্দর হয়ে কনটেইনার ও পণ্য পরিবহন কার্যক্রমে চলমান অচলাবস্থা কাটতে শুরু করেছে।

প্রসঙ্গত, গত ১৫ অক্টোবর থেকে বন্দর প্রবেশ ফিতে গড়ে ৪১ শতাংশ বৃদ্ধি কার্যকর করা হয়। এর আওতায় ভারী যানবাহনের প্রবেশ ফি ৫৭ টাকা থেকে বাড়িয়ে ২৩০ টাকা নির্ধারণ করা হয়। হঠাৎ এ বৃদ্ধি কার্যকর হওয়ায় ক্ষোভ প্রকাশ করে গাড়ি মালিকেরা কোনো ঘোষণা ছাড়াই যানবাহন চলাচল বন্ধ করে দেন।

প্রথম দিকে শুধু আমদানি পণ্যবাহী গাড়ি বন্ধ থাকলেও শনিবার থেকে সব ধরনের পণ্যবাহী যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে বন্দরের পণ্য ওঠানামা পুরোপুরি স্থবির হয়ে পড়ে।

অবশেষে আজকের বৈঠকের পর সমঝোতার পথ খুলে যায়। আন্তজিলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির যুগ্ম সম্পাদক মো. ইউসুফ মজুমদার বলেন, “এক সপ্তাহের মধ্যে গেজেট প্রকাশ করা হবে বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। ততদিন আগের নিয়মেই অর্থাৎ ৫৭ টাকা হারে প্রবেশ ফি আদায় হবে। এ কারণেই আমরা কর্মসূচি প্রত্যাহার করেছি।”

ফলে চট্টগ্রাম বন্দরে আবারও স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন ও বাণিজ্যিক কার্যক্রম।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement