টিকটক প্রেমের পরিণতি—বিয়ের প্রতিশ্রুতিতে কিশোরীর সঙ্গে যা ঘটল

টিকটক প্রেমের পরিণতি—বিয়ের প্রতিশ্রুতিতে কিশোরীর সঙ্গে যা ঘটল ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:৫৯, ১৯ অক্টোবর ২০২৫

টিকটক-এ গড়ে ওঠা প্রেম পরিণতি পেল চরম বঞ্চনায়। নড়াইলের এক ১৫ বছর বয়সী কিশোরীকে প্রেমের জালে ফাঁসিয়েছিলেন রাঙ্গামাটির এক যুবক, যিনি তাকে বিয়ের প্রলোভন দেখিয়েছিলেন।

এই বিশ্বাসে, নড়াইল জেলা সদরের নারায়ণপুর গ্রামের ওই কিশোরী গত ১৫ অক্টোবর সালাউদ্দিন নামের সেই যুবকের ডাকে রাঙ্গামাটিতে আসে।

অভিযুক্ত সালাউদ্দিন, যার বাড়ি রাঙ্গামাটির শান্তিনগরে, কিশোরীকে রাঙ্গামাটি শহরের বাস টার্মিনাল সংলগ্ন শান্তিনগরের জনৈক আলমের মালিকানাধীন একটি ভাড়া বাসায় নিয়ে রাখেন।

এরপরই ঘটে সেই ভয়ঙ্কর ঘটনা। অভিযোগ উঠেছে, সালাউদ্দিন তাকে জোরপূর্বক মাদকের আখড়ায় আটকে রেখে লাগাতার ধর্ষণ করেন।

নির্যাতন সহ্য করতে না পেরে শনিবার (১৮ অক্টোবর) বিকেলে কিশোরীটি কৌশলে সেই বন্দিদশা থেকে পালিয়ে যেতে সক্ষম হয় এবং জীবন বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়।

স্থানীয়দের নজরে এলে তারা তাকে উদ্ধার করে এবং কোতোয়ালি থানা-পুলিশকে খবর দেয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ তাকে থানায় নিয়ে আসে।

পুলিশের কাছে দেওয়া প্রাথমিক জবানবন্দিতে কিশোরীটি জানায়, "সালাউদ্দিন আমাকে ধর্ষণ করেছে। রুমে আটকে রেখে সে ইয়াবা, গাঁজা সেবন করত এবং আমার ওপর নির্যাতন চালাত।"

কিশোরী আরও বলেছে যে, শনিবার বিকেলে তাকে যখন আবারও ধর্ষণ করার চেষ্টা করা হয়, তখন সে বাথরুমে যাওয়ার অজুহাতে পালিয়ে নদীতে ঝাঁপ দেয়, যার ফলে স্থানীয়দের সাহায্যে তার প্রাণ রক্ষা হয়।

ঘটনার পর থেকেই অভিযুক্ত সালাউদ্দিন পলাতক। রাঙ্গামাটি কোতোয়ালি থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মো. মোখলেছুর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন যে, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য শহরের বিভিন্ন স্থানে পুলিশের অভিযান শুরু হয়েছে।

পুলিশ বর্তমানে কিশোরীটিকে মানসিকভাবে চরম বিপর্যস্ত অবস্থায় পেয়েছে এবং তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। পরিদর্শক মোখলেছুর রহমান আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোরীটি সালাউদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের সুনির্দিষ্ট অভিযোগ এনেছে এবং এই গুরুতর ঘটনায় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement