রেকর্ডসংখ্যক ভারতীয়কে ফেরত পাঠাচ্ছে কানাডা

রেকর্ডসংখ্যক ভারতীয়কে ফেরত পাঠাচ্ছে কানাডা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:৩০, ১৯ অক্টোবর ২০২৫

কানাডা থেকে রেকর্ডসংখ্যক ভারতীয় নাগরিককে জোরপূর্বক দেশে ফেরত পাঠানো হচ্ছে—এমন তথ্য উঠে এসেছে কানাডিয়ান বর্ডার সার্ভিসেস এজেন্সি (সিবিএসএ)-এর সাম্প্রতিক প্রতিবেদনে।

২০২৫ সালে ফেরত পাঠানো ভারতীয়দের সংখ্যা আগের সব বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে। কানাডায় ক্রমবর্ধমান অভিবাসনবিরোধী মনোভাব ও বিদেশি অপরাধীদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানকেই এই বৃদ্ধির মূল কারণ হিসেবে দেখা হচ্ছে।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ২৮ জুলাই পর্যন্ত কানাডা থেকে মোট ১ হাজার ৮৯১ জন ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। তুলনামূলকভাবে ২০২৪ সালে পুরো বছরে ফেরত পাঠানো হয়েছিল ১ হাজার ৯৯৭ জন এবং ২০১৯ সালে মাত্র ৬২৫ জনকে। অর্থাৎ, গত কয়েক বছরের মধ্যে ভারতীয়দের ফেরত পাঠানোর হার কয়েক গুণ বেড়েছে।

পরিসংখ্যান বলছে, বর্তমানে কানাডা থেকে ফেরত পাঠানো বিদেশিদের তালিকায় মেক্সিকানদের পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতীয়রা। জুলাই পর্যন্ত মেক্সিকোতে ফেরত পাঠানো হয়েছে ২ হাজার ৬৭৮ জন নাগরিককে।

সম্প্রতি টরন্টোতে এক অনুষ্ঠানে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সাংবাদিকদের বলেন, “আমরা অভিবাসন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও কঠোর করতে কাজ করছি। বিশেষ করে যারা অপরাধে জড়িত, তাদের দ্রুত দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা জোরদার করা হচ্ছে।”

কার্নির এই মন্তব্য আসে এমন এক সময়ে, যখন কানাডায় বিদেশি অভিবাসীদের বিরুদ্ধে জনমত ক্রমেই তীব্র হচ্ছে। গত ১০ অক্টোবর পিল রিজিওনাল পুলিশ (পিআরপি) জানায়, তারা প্রথমবারের মতো অপরাধে জড়িত বিদেশিদের দ্রুত ফেরত পাঠানোর বিষয়টি বিচারিক কাঠামোর মধ্যেই বিবেচনা করছে।

এই কঠোর পদক্ষেপের পেছনে অন্যতম কারণ সম্প্রতি ৮ জন ভারতীয় নাগরিকের গ্রেপ্তার। তাদের বিরুদ্ধে প্রায় ৪৫০টি ডাক চিঠি চুরির অভিযোগ আনা হয়েছে, যার আর্থিক মূল্য আনুমানিক ৪ লাখ কানাডীয় ডলার।

সিবিএসএর সর্বশেষ তথ্য অনুসারে, কানাডা থেকে ফেরত পাঠানোর তালিকায় বর্তমানে সর্বাধিক ভারতীয় নাগরিক রয়েছেন—সংখ্যা প্রায় ৬ হাজার ৮৩৭ জন। দ্বিতীয় স্থানে মেক্সিকো (৫ হাজার ১৭০ জন) এবং তৃতীয় স্থানে যুক্তরাষ্ট্র (১ হাজার ৭৩৪ জন)।

মোট ৩০ হাজার ৭৩৩ জন বিদেশির ফেরতপ্রক্রিয়া এখনো চলমান, যার মধ্যে প্রায় ২৭ হাজারই আশ্রয়প্রার্থী। আশ্রয়প্রার্থীদের মধ্যেও ভারতীয়দের সংখ্যাই সর্বাধিক। ধারণা করা হচ্ছে, আসন্ন সময়ে কানাডা সরকারের অভিবাসন নীতি আরও কঠোর হবে, এবং ‘বিদেশি অপরাধী দমন’ এখন দেশটির রাজনৈতিক অগ্রাধিকারের কেন্দ্রে চলে এসেছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement