মিষ্টির বাক্স নিয়ে দুই গ্রামের ভয়াবহ সংঘর্ষ

মিষ্টির বাক্স নিয়ে দুই গ্রামের ভয়াবহ সংঘর্ষ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:০৭, ১৯ অক্টোবর ২০২৫

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে মিষ্টির বাক্সের অতিরিক্ত ওজন নিয়ে বিরোধের জেরে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। টর্চের আলোয় দুই গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়েন। এতে উভয় পক্ষের বহু মানুষ আহত হয়েছেন।

শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, ১০ অক্টোবর বানিয়াচং উপজেলার সন্দলপুর গ্রামের আমির উদ্দিনের মালিকানাধীন ইমামবাড়ি বাজারের ‘ভাই ভাই হোটেল’ থেকে কালিয়ারভাঙ্গা গ্রামের সাদমান আহমেদ ইমন কিছু মিষ্টি কেনেন। পরে তিনি লক্ষ্য করেন, মিষ্টির বাক্সে অতিরিক্ত ওজন ধরা হয়েছে। বিষয়টি নিয়ে ইমন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। পোস্টটি ভাইরাল হলে হোটেল মালিক ও ইমনের পরিবারের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শনিবার সন্ধ্যার পর সেই উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়। প্রথমে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, পরে তা ধীরে ধীরে ব্যাপক সংঘাতে পরিণত হয়। বিদ্যুৎ না থাকায় টর্চ জ্বালিয়ে সংঘর্ষ চলে দুই গ্রামের লোকজনের মধ্যে। ইটপাটকেল, লাঠিসোটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে কয়েকজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, আর বাকিদের হবিগঞ্জ সদর হাসপাতাল ও নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছাবির আহমদ চৌধুরী এবং সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন।

ওসি শেখ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, “সংঘর্ষের খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়। বর্তমানে এলাকা শান্ত রয়েছে, তবে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

ইউএনও মো. রুহুল আমিন বলেন, “উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। শান্তি বজায় রাখতে ইমামবাড়ি বাজারের সব দোকান রোববার সারাদিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি মাইকিং করে সবাইকে জানানো হবে।”

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement