মাঠে বসেই ফ্রিতে বাংলাদেশের খেলা দেখার সুযোগ

Published : ১১:৩২, ২০ অক্টোবর ২০২৫
প্রায় দুই দশকের দীর্ঘ অপেক্ষার পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটের প্রাণচাঞ্চল্যে মুখর হতে যাচ্ছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। ২০০৬ সালের পর এই মাঠে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি।
অবশেষে সেই শূন্যতা কাটিয়ে উঠছে উত্তরবঙ্গের ক্রিকেটপ্রেমীরা। এবার বাংলাদেশ ও আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দলের মধ্যে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে এখানেই।
বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য মমিনুর রশিদ শাইন জানান, ২৮ ও ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য এই দুটি ম্যাচ দেখার জন্য দর্শকদের কোনো টিকিট কাটতে হবে না। অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে দর্শকরা গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে পারবেন। তিনি আরও বলেন, অনেক দিন পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে বগুড়ায়—এটা স্থানীয় ক্রীড়াপ্রেমীদের জন্য আনন্দের বিষয়।
জানা গেছে, আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দল ২০ অক্টোবর বগুড়ায় পৌঁছাবে। একদিন বিশ্রাম নেওয়ার পর ২২ অক্টোবর থেকে দুই দলের তরুণ ক্রিকেটাররা শহীদ চান্দু স্টেডিয়ামে অনুশীলন শুরু করবে। এই মাঠেই সর্বশেষ বড় আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ২০০৬ সালে, যেখানে খেলেছিলেন শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার মাহেলা জয়বর্ধনে, কুমার সাঙ্গাকারা ও চামিন্দা ভাসের মতো তারকারা।
বিসিবির নবনির্বাচিত পরিচালক মোখছেদুল কামাল বাবু বলেন, “বগুড়ায় যদি বিমানবন্দর থাকত, তবে বিপিএলের মতো বড় টুর্নামেন্টের কিছু ম্যাচও এখানে আয়োজন করা সম্ভব হতো। আপাতত অনূর্ধ্ব–১৯ সিরিজ হলেও আমরা খুশি। আশা করি, ভবিষ্যতে জাতীয় দলের ম্যাচও শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।”
দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটের এমন প্রত্যাবর্তনে বগুড়াবাসীর মধ্যে তৈরি হয়েছে এক নতুন উত্তেজনা ও উচ্ছ্বাস—যেন ক্রিকেটের পুরোনো দিনের স্মৃতি আবারও ফিরে আসছে এই মাঠে।
বিডি/এএন