আর্জেন্টিনাকে হারিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়ন মরক্কো

আর্জেন্টিনাকে হারিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়ন মরক্কো ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:১৬, ২০ অক্টোবর ২০২৫

আর্জেন্টিনাকে ২–০ গোলে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতেছে মরক্কো। মেগা ফাইনালে দলের জয়ে নাম লেখান ইয়াসির জাবিরি, যিনি জোড়া গোল করেন এবং ম্যাচের পরিশেষে দলের প্রথম বিশ্বকাপ ট্রফি নিশ্চিত করেন।

সোমবার (২০ অক্টোবর) সান্তিয়াগোর এস্তাদিও ন্যাসিওনাল জুলিও মার্টিনেজে মুখোমুখি হয় মরক্কো ও আর্জেন্টিনা। ম্যাচের শুরু থেকেই আগ্রাসী শুরু দেখায় মরক্কো। কেবল ১২ মিনিটের মধ্যে ইয়াসির জাবিরি দলের হয়ে স্কোর শিটে নাম লিখান। তার দুর্দান্ত এবং নিখুঁত শটে লিড নেয় আফ্রিকার দলটি।

ম্যাচের ১৭ মিনিট পর আবারও জাবিরি জালে বল জড়ান, যা মরক্কোর ২–০ গোলের লিড নিশ্চিত করে। এই লিড নিয়েই প্রথমার্ধ শেষ হয়।

বিরতির পর আর্জেন্টিনা ফিরে আসার চেষ্টা করে, কিন্তু মরক্কোর রক্ষণভাগকে ভাঙতে ব্যর্থ হয় আলবিসেলেস্তের ফরোয়ার্ডরা। প্রতিপক্ষের দৃঢ় রক্ষণ এবং মরক্কোর আক্রমণের ধারাবাহিকতায় কোনো গোল আর আসে না।

শেষ পর্যন্ত মরক্কো জয় নিয়েই মাঠ ছাড়ে। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে এটি মরক্কোর প্রথম শিরোপা, যা দেশটির ফুটবল ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা। ইয়াসির জাবিরির জোড়া গোল এবং দলের সমন্বিত খেলা এ অর্জনকে বিশেষ করে তুলেছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement