জুবায়েদের জানাজায় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরের বক্তব্য

Published : ১৬:১৯, ২০ অক্টোবর ২০২৫
ছুরিকাঘাতে নিহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী জুবায়েদ হোসাইনের প্রথম জানাজা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। প্রাঙ্গণ শোকাহত পরিবেশে ভরে ওঠে, যেখানে উপস্থিতরা নিহতের আত্মার মাগফিরাত কামনা করেন। জানাজা সম্পন্ন হওয়ার পর মরদেহ কুমিল্লার উদ্দেশ্যে পাঠানো হয়, সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।
জুবায়েদ হোসাইন শনিবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর বংশাল এলাকার নূরবক্স রোডে টিউশনি দিতে গিয়ে ছুরিকাঘাতের শিকার হন। আহত অবস্থায় তিনি সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করলে তিনতলায় পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জুবায়েদ হোসাইন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি কুমিল্লার ভাঙ্গনাহাতি এলাকার সন্তান এবং কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য হিসেবে দায়িত্ব পালন করতেন।
জানাজার সময় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, “জুবায়েদ গতকাল সন্ত্রাসীদের ছুরিকাঘাতে শহীদ হয়েছেন। আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাই। এই মাসেই আমাদের আরেকজন সহযোদ্ধা আমাদের ছেড়ে গেছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে জাতীয়তাবাদী ছাত্রদলের চারজনকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডগুলোকে নিছক একটি অপরাধ হিসেবে দেখছি না। আমাদের দেশের আইনের প্রতি শ্রদ্ধা রয়েছে।”
তিনি আরও বলেন, “প্রতিটি হত্যাকাণ্ডের প্রকৃত আসামিকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। আমরা এসব হত্যাকাণ্ডকে রাজনৈতিক রঙ দেব না। আইনশৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানাই, দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করুন।”
নাসির উদ্দিন নাসির বলেন, “জুবায়েদ আমার গ্রামের পাশের স্কুলে পড়াশোনা করতেন। আমি এই ঘটনায় গভীরভাবে মর্মাহত। আমরা তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করি। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”
জানাজা অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও সহপাঠীরা জুবায়েদের প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন, যা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক শোকাবহ পরিবেশ সৃষ্টি করে।
বিডি/এএন