থাইল্যান্ড সফরে বাংলাদেশ নারী ফুটবল দল ঘোষণা

Published : ১৯:৩৫, ২০ অক্টোবর ২০২৫
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল প্রায় সাড়ে তিন মাসের বিরতির পর মাঠে ফিরছে। এশিয়ান কাপ বাছাইপর্বের পর থেকে আন্তর্জাতিক কোনো ম্যাচে অংশ নিতে পারেনি লাল-সবুজের দল, তবে এবার ফিফা ফ্রেন্ডলি ম্যাচ দিয়ে আবারও ফুটবলপ্রেমীদের জন্য চমক দেখানোর প্রস্তুতি নিচ্ছে।
আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান কাপের বড় মঞ্চের প্রস্তুতির অংশ হিসেবেই বাংলাদেশ দলের জন্য এই প্রীতি ম্যাচ আয়োজন করেছে বাফুফে। দলের মেয়েরা থাইল্যান্ডের বিপক্ষে ২৪ ও ২৭ অক্টোবর ব্যাংককে দুটি ম্যাচ খেলবে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১টায় প্রশিক্ষক পিটার বাটলার ২৩ জন খেলোয়াড় নিয়ে থাইল্যান্ড সফরে যাচ্ছেন। মূল স্কোয়াড গঠনের জন্য বাটলার প্রাথমিকভাবে ৪৩ জনকে ডাকেন, সেখান থেকে চূড়ান্ত ২৩ জনের দল তৈরি হয়েছে। দলের সঙ্গে যোগ দিয়েছেন ভুটানের লিগে খেলা ঋতুপর্ণা, মনিকা, মারিয়া ও তহুরা।
এই স্কোয়াডে গত মিয়ারমার সফরে ইতিহাস গড়া দলের তুলনায় মাত্র দুটি পরিবর্তন এসেছে। ডিফেন্ডার নীলুফার ইয়াসমিন নীলা ও ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতি বাদ পড়েছেন। নতুন স্কোয়াডে ঢুকেছেন ডিফেন্ডার রুমা আক্তার ও ফরোয়ার্ড সিনহা জাহান শিখা।
বাংলাদেশ স্কোয়াডের বিশদরূপ:
গোলরক্ষক: রূপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রাণী মণ্ডল।
ডিফেন্ডার: নবীরন খাতুন, আফঈদা খন্দকার (অধিনায়ক), কোহাতি কিসকু, রুমা আক্তার, শামসুন্নাহার (সিনিয়র), হালিমা আক্তার, জয়নব বিবি রিতা, শিউলি আজিম।
মিডফিল্ডার: মারিয়া মান্দা, মনিকা চাকমা, মুনকি আক্তার, স্বপ্না রানী।
ফরোয়ার্ড: উমেহলা মারমা, শাহেদা আক্তার রিপা, সুলতানা, সাগরিকা, তহুরা খাতুন, শামসুন্নাহার (জুনিয়র), ঋতুপর্ণা চাকমা, সিনহা জাহান শিখা।
এভাবে, দীর্ঘ সময়ের বিরতির পর বাংলাদেশের নারী ফুটবল দল আবার আন্তর্জাতিক মঞ্চে নিজেদের দক্ষতা ও প্রস্তুতি যাচাইয়ের জন্য মাঠে নামতে চলেছে। এই প্রীতি ম্যাচ দলকে এশিয়ান কাপের জন্য মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিডি/এএন