অভ্যুত্থানের পর রাজনীতিকদের অনৈক্য হতাশাজনক: মির্জা ফখরুল

Published : ২০:০০, ২০ অক্টোবর ২০২৫
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, খুব শিগগিরই দেশের বিমানবন্দরে ই-গেট চালু করা হবে।
তিনি বলেন, যেসব যাত্রী ই-পাসপোর্ট ধারক, তারা পাসপোর্ট দেখিয়ে ই-গেট ব্যবহার করে দ্রুত ও স্বাচ্ছন্দ্যে বিমানবন্দর অতিক্রম করতে পারবেন।
তিনি আরও জানান, প্রবাসী বাংলাদেশিদের বিশেষ সম্মান জানিয়ে রেমিট্যান্স যোদ্ধাদের পাসপোর্ট ফি কমানো হবে। এখন থেকে তারা সাধারণ যাত্রীদের মতোই সমান ফি প্রদান করবেন। কতটুকু ফি কমানো সম্ভব হবে, তা বিভিন্ন দেশের সঙ্গে আলোচনার পর নির্ধারণ করা হবে।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই তথ্য জানিয়ে আরও বলেন, প্রবাসীরা বিমান ভ্রমণে যেন উন্নত সেবা পান এবং বিমানবন্দরে পৌঁছে সুবিধা পাওয়া যায়, সেই বিষয়েও কাজ করা হবে। বিমান ভাড়া কমানো সম্ভব কিনা, তা ব্যবসায়িক ও প্রতিযোগিতার বিষয় হওয়ায় যতটা সম্ভব সুবিধা দেওয়ার চেষ্টা করা হবে।
তিনি জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে প্রবাসীদের ই-পাসপোর্ট প্রদান করা হবে। ইতোমধ্যেই ই-গেট ইনস্টলেশন সম্পন্ন হয়েছে এবং আশা করা যাচ্ছে, দুই থেকে চার দিনের মধ্যে এটি কার্যকর করা যাবে। এর ফলে বিমানবন্দরে যাত্রীদের চেকিং আরও দ্রুত, স্বচ্ছ ও সুবিধাজনক হবে।
এভাবে প্রবাসীদের পাসপোর্ট সুবিধা, ফি সমতা এবং বিমানবন্দর সেবার মান বাড়ানোর জন্য সরকারের প্রস্তুতি দৃঢ় হচ্ছে, যা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য বিশেষ উপকার হবে।
বিডি/এএন