প্রবাসীদের জন্য বড় সুখবর দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রবাসীদের জন্য বড় সুখবর দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:৫৫, ২০ অক্টোবর ২০২৫

বিশ্বজুড়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর উদ্যোগ নিয়েছে সরকার।

সোমবার (২০ অক্টোবর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বর্তমানে পাসপোর্ট করার জন্য প্রবাসীদের তুলনামূলকভাবে বেশি অর্থ পরিশোধ করতে হয়। আমরা চাই, দেশে ও বিদেশে পাসপোর্ট ফি যেন সমান থাকে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আমরা প্রবাসীদের ‘রেমিট্যান্স যোদ্ধা’ বলি। দেশের অর্থনীতিতে তাদের অবদান অপরিসীম। কিন্তু সেই মর্যাদা ও সেবা তারা সব সময় পান না। অনেক সময় দূতাবাস বা অন্যান্য স্থানে তাদের প্রাপ্য সম্মান দেওয়া হয় না।”

তিনি আরও বলেন, “সব দেশেই প্রবাসীদের পাসপোর্ট ফি কমানো হবে। তবে কোন দেশে কতটা কমানো সম্ভব, তা আমরা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব।”

এ ছাড়া প্রবাসীরা যাতে বিমানে এবং দেশে ফেরার পর বিমানবন্দরে উন্নত সেবা পান, সে বিষয়েও কাজ করছে সরকার বলে জানান উপদেষ্টা।

তার ভাষায়, “রেমিট্যান্স যোদ্ধাদের সম্মান জানাতে এবং তাদের সেবার মান বাড়াতে সরকার সর্বাত্মক উদ্যোগ নেবে।”

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement