বিএনপি-জামায়াত এককভাবে নেতৃত্বে অক্ষম: সারজিস আলম

Published : ১৯:১১, ২০ অক্টোবর ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিগত সময়ে বিএনপি যখনই সরকার গঠন করেছে, তখন সেটি ছিল জোটভিত্তিক সরকার।
বাস্তবে জামায়াতে ইসলামীর কখনোই সংসদে শক্তিশালী উপস্থিতি ছিল না। আমরা মনে করি, এককভাবে কোনো রাজনৈতিক দলই এখন দেশের নেতৃত্ব দেওয়ার মতো শক্তিশালী নয়। আপাতদৃষ্টিতে রাজনৈতিক চিত্র যেমন দেখায়, বাস্তব মাঠের পরিস্থিতি কিন্তু একেবারেই ভিন্ন।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে বগুড়ায় এনসিপির অস্থায়ী কার্যালয় উদ্বোধনের আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আওয়ামী লীগ বা বিএনপি—কেউই এখন এককভাবে দেশের রাজনৈতিক নেতৃত্ব দিতে পারবে না। আধিপত্যবাদ ও স্বৈরাচারবিরোধী লড়াইয়ের এই সময়ে এনসিপির প্রয়োজন রাজপথে যেমন, সংসদেও তেমনি। আমরা সেই লক্ষ্যেই সাংগঠনিকভাবে নিজেদের আরও শক্তিশালী করতে কাজ করছি।
সারজিস আলম আরও বলেন, আগামীর রাজনীতিতে তরুণদের প্রতিনিধিত্ব ছাড়া পরিবর্তন সম্ভব নয়। তরুণদেরই হবে সংসদের নতুন চেহারা। যারা জুলাই সনদ বাস্তবায়ন, খুনিদের বিচার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পক্ষে কাজ করবে, এনসিপি তাদের সঙ্গেই থাকবে। আমাদের লক্ষ্য শুধু নির্বাচন বা সংসদ নয়—দেশ ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়েই আমরা এগিয়ে যাব।
তিনি আরও বলেন, সংস্কার ও ন্যায়বিচারের প্রশ্নে এনসিপি বরাবরই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও করবে। জুলাই সনদের আইনগত ভিত্তি ও বাস্তবায়নের নিশ্চয়তা না আসা পর্যন্ত এনসিপি কোনো ধরনের চুক্তিতে যাবে না। জনগণের অধিকারের প্রশ্নে আমরা কোনো আপস করব না।
সভায় এনসিপির জেলার সিনিয়র নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
বিডি/এএন