৪৯তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ২ নভেম্বর

৪৯তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ২ নভেম্বর ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:২১, ২০ অক্টোবর ২০২৫

৪৯তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা আগামী ২ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। লিখিত পরীক্ষায় (এমসিকিউ টাইপ) উত্তীর্ণ মোট ১,২১৯ জন প্রার্থী এই মৌখিক পরীক্ষায় অংশ নেবেন বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার (২০ অক্টোবর) এ তথ্য জানানো হয়।

এর আগে রোববার (১৯ অক্টোবর) রাতে ১০টার পর ৪৯তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। ফল প্রকাশের পরপরই উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ নির্ধারণের ঘোষণা আসে।

পিএসসি জানিয়েছে, মৌখিক পরীক্ষা ২ নভেম্বর থেকে শুরু হবে এবং পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে কমিশনের ওয়েবসাইট ও বিভিন্ন সংবাদমাধ্যমে জানানো হবে।

ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা যাচাই করা হবে। কেউ প্রতারণা, মিথ্যা তথ্য প্রদান বা প্রয়োজনীয় তথ্য গোপন করলে কিংবা কোনো ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেলে তার প্রার্থিতা সঙ্গে সঙ্গে বাতিল করা হবে।

এর আগে, গত ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় ৪৯তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হয়। এবার কেবল ঢাকা মহানগরে পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছিল।

পিএসসি সূত্রে জানা গেছে, এই বিশেষ বিসিএস পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন মোট ৩ লাখ ৭৪ হাজার ৭৫২ জন প্রার্থী। এর মধ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার সুযোগ পেয়েছেন মাত্র ১,২১৯ জন, যা মোট আবেদনকারীর তুলনায় অতি স্বল্প সংখ্যা।

আগামী নভেম্বরে শুরু হওয়া মৌখিক পরীক্ষার মাধ্যমে ৪৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছে পিএসসি।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement