ফার্মগেটে শিক্ষার্থীদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

ফার্মগেটে শিক্ষার্থীদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:৫২, ২৩ অক্টোবর ২০২৫

ট্রাক চাপায় প্রাণ হারানো মাদ্রাসা শিক্ষার্থী সিফাতের বিচারের দাবিতে রাজধানীর ফার্মগেটে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে তারা যান চলাচল বন্ধ করে সড়ক অবরোধ করেন।

গত মঙ্গলবার (২১ অক্টোবর) ফার্মগেটে সরকারি বিজ্ঞান কলেজের সামনে লড়ির চাপায় সিফাত নিহত হন। এই ঘটনায় শিক্ষার্থীরা নিরাপদ সড়ক ব্যবস্থা এবং নিহত শিক্ষার্থীর যথাযথ বিচার দাবি করে আসছেন।

এর আগে, বুধবার একই সড়কে তারা প্রতিবাদ জানান এবং প্রশাসনের সঙ্গে সংঘর্ষের ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করেন। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, প্রশাসনের কর্মকর্তারা তাদের ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়েছেন। এতে ক্ষুব্ধ হয়ে তারা বৃহস্পতিবার পুনরায় ফার্মগেট মোড় অবরোধ করে ক্ষমা চাওয়ার দাবি তোলেন।

শিক্ষার্থীরা জানান, নিরাপদ সড়ক নিশ্চিত করা না হলে এবং হত্যার বিচার না হলে তারা আরও কঠোর আন্দোলনে নামবেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement