সিলেটে আবাসিক হোটেল থেকে ৫ নারী-পুরুষ আটক

সিলেটে আবাসিক হোটেল থেকে ৫ নারী-পুরুষ আটক ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:২৮, ২৩ অক্টোবর ২০২৫

সিলেটে পুলিশ অভিযান চালিয়ে একটি আবাসিক হোটেল থেকে পাঁচ নারী ও পুরুষকে আটক করেছে, যাদের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ ছিল।

মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা দেড়টার দিকে নগরীর তালতলাস্থ হোটেল বিলাসে এই অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে হোটেলটিও সিলগালা করা হয়।

আটককৃতরা হলো—রুকুব উদ্দিন (৩০), ইমরানা বেগম (২০), মোস্তফা আহমদ (৩৮), আবু হানিফ (২৮) এবং সাইদুল ইসলাম (২৫)। তাদের মধ্যে একজন নারী এবং চারজন পুরুষ রয়েছেন।

পুলিশ জানায়, সিলেটের সকল হোটেল মালিকদের সঙ্গে বৈঠক করে নগরীর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী হোটেলগুলোতে নিয়ম মেনে ব্যবসা করার নির্দেশনা দিয়েছিলেন। তারপরও যারা এই নির্দেশনা অমান্য করে হোটেলে অসামাজিক কার্যকলাপ চালাচ্ছিল, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা হয়।

এর আগে, ১৩ অক্টোবর দক্ষিণ সুরমার ‘সিলেট রেস্ট হাউস’-কে অনৈতিক কার্যকলাপের অভিযোগে সিলগালা করেছিল পুলিশ। হোটেল বিলাসে অভিযান পরিচালনার মাধ্যমে পুলিশ একইভাবে নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement