মাসউদ বিন আবদুর রাজ্জাক নির্বাচিত ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড–এর বিচারক প্যানেলে

মাসউদ বিন আবদুর রাজ্জাক নির্বাচিত ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড–এর বিচারক প্যানেলে ছবি: বিজনেস ডেইলি

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০২:৫৯, ২৩ অক্টোবর ২০২৫

মাসউদ বিন আবদুর রাজ্জাক নির্বাচিত হয়েছেন ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫–এর বিচারক প্যানেলের সদস্য হিসেবে। এই পুরস্কারটি আয়োজন করছে ডিজিটাল মিডিয়া ফোরাম (DMF)। 

মাসউদ বিন আবদুর রাজ্জাক প্রায় দুই দশক ধরে বাংলাদেশের গণমাধ্যম অঙ্গনে সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। বর্তমানে তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টেলিভিশনের নিউজ এডিটর এবং অনলাইন ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন।

​ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত হন।

পেশাগত জীবনে তিনি বাংলাদেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— দৈনিক ইত্তেফাক, দৈনিক যুগান্তর, জাগো নিউজ, বাংলাদেশ জার্নাল, খোলা কাগজ এবং সময় টেলিভিশন।

​ অনলাইন মিডিয়া ম্যানেজমেন্ট, ফ্যাক্ট-চেকিং, লিঙ্গ-সংবেদনশীল সাংবাদিকতা এবং পরিবেশ বিষয়ক রিপোর্টিং-এর মতো বিষয়ে তাঁর বিশেষ প্রশিক্ষণ রয়েছে।

​​পেশাগত কাজের পাশাপাশি মাসউদ বিন আবদুর রাজ্জাক বিভিন্ন পেশাজীবী সংগঠন ও সামাজিক কার্যক্রমে সক্রিয়। তিনি থিঙ্কট্যাঙ্ক সংগঠন-স্টকহোল্ডারস অফ বাংলাদেশ-এর অন্যতম সংগঠক ; তরুণ পেশাজীবীদের সংগঠন-ফোরাম অফ ইয়ং প্রফেশনালস-এর সমন্বয়ক; রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা (আরডিজেএ)-এর যুগ্ম সাধারণ সম্পাদক, অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অফিস সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য।

​এছাড়াও তিনি দীর্ঘ ২৫ বছর ধরে বিশ্বসাহিত্য কেন্দ্রের সদস্য এবং স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছেন। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য প্রতিষ্ঠিত স্কুল-ব্লুমিং ফ্লাওয়ার একাডেমির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষকের (অবৈতনিক) দায়িত্ব পালন করেছেন তিনি। দীর্ঘ ১৭ বছর তিনি বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান ও সমসাময়িক আন্তর্জাতিক বিষয়াবলী পড়িয়েছেন।

বহুমুখী অভিজ্ঞতাসম্পন্ন মাসউদ বিন আবদুর রাজ্জাক JENESYS 2.0 ছাত্র বিনিময় কর্মসূচির অংশ হিসেবে জাপান সফর এবং পর্যটক হিসাবে ভারত ও নেপাল ভ্রমণ করেছেন। বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে ৬০টি জেলা ভ্রমণ করে দেশের সংস্কৃতি সম্পর্কে ব্যাপক ধারণা লাভ করেছেন তিনি।

​সাংবাদিকতা পেশায় তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বের জন্য মাসউদ বিন আবদুর রাজ্জাক গণমাধ্যম অঙ্গনে একজন সম্মানিত পেশাজীবী হিসেবে পরিচিত।

ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫–এর বিচারক সদস্য হিসেবে মাসউদ বিন আবদুর রাজ্জাক  তাঁর ডিজিটাল স্ট্র্যাটেজি, কনটেন্ট ইনোভেশন এবং নৈতিক সাংবাদিকতার অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের ডিজিটাল মিডিয়া অঙ্গনের অসাধারণ অবদানগুলোর স্বীকৃতি ও উদযাপনে ভূমিকা রাখবেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement