মেট্রোরেলে না চড়ে বের হলে কাটা হবে ১০০ টাকা

Published : ০০:২৭, ২২ অক্টোবর ২০২৫
ঢাকা মেট্রোরেলে যাত্রীদের জন্য চালু হলো নতুন নিয়ম—এখন থেকে কোনো যাত্রী যদি স্টেশনে প্রবেশের পর ট্রেনে না উঠে বেরিয়ে যান, তবে তার কার্ড থেকে কাটা হবে ১০০ টাকা ভাড়া।
পূর্বে স্টেশনের ভেতরে প্রবেশের পর পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে গেলে কোনো ভাড়া দিতে হতো না, কিন্তু ২০ অক্টোবর থেকে সেই সুযোগ বাতিল করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
নতুন এই নিয়মের বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সকল স্টেশনে নোটিশ টাঙিয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজার স্টেশনে গিয়েও দেখা গেছে, প্রবেশদ্বারের পাশে স্পষ্টভাবে এই ঘোষণা ঝোলানো হয়েছে।
স্টেশনের এক কর্মকর্তা জানান, “এখন থেকে কোনো যাত্রী ফ্রি এক্সিট বা এন্ট্রি নিতে পারবেন না। অর্থাৎ, স্টেশনে ঢুকে ট্রেনে না উঠেই বেরিয়ে গেলে ১০০ টাকা কাটা হবে। এই নিয়ম গতকাল থেকেই কার্যকর।”
অন্যদিকে, ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানান, তিনি এখনো এ বিষয়ে বিস্তারিত অবগত নন। তবে সংস্থাটি বর্তমানে যাত্রীদের নিরাপত্তা ও ভাড়াব্যবস্থাপনায় কঠোর হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
ডিএমটিসিএলের জারি করা নোটিশে বলা হয়েছে,
“সম্মানিত যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, একই স্টেশনে বিনা ভাড়ায় এন্ট্রি-এক্সিটের সুযোগ বন্ধ করা হয়েছে। এখন থেকে একই স্টেশনে এন্ট্রি করে এক্সিট করলে ১০০ টাকা ভাড়া কাটা হবে।”
নোটিশে আরও উল্লেখ করা হয়, এই সিদ্ধান্ত যাত্রী ব্যবস্থাপনা সুষ্ঠু রাখতে এবং নিয়ম ভঙ্গের প্রবণতা রোধে নেওয়া হয়েছে।
সূত্র: ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল), মাঠ পর্যায়ের পর্যবেক্ষণ।
বিডি/এএন