ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ

Published : ০৩:১৬, ২৩ অক্টোবর ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২২ অক্টোবর) রাতে সদর উপজেলার উত্তর সুহিলপুর এলাকায় আজিজ ও উকিল গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে কুমিল্লা-সিলেট মহাসড়ক।
সংঘর্ষের সময় টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের শতাধিক লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায়, যা কয়েক ঘণ্টা স্থায়ী হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য ও রাজনৈতিক প্রভাব বিস্তার নিয়ে চলমান বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। কয়েকদিন আগে আওয়ামী লীগ ও বিএনপি নিয়ে তর্কের জেরে উকিল গোষ্ঠীর সাদ্দাম আজিজ গোষ্ঠীর আক্তারকে থাপ্পড় মারেন। এরপর থেকেই উত্তেজনা বাড়ছিল। বুধবার বিকেলে শালিশ বৈঠক ডাকা হলেও তা ব্যর্থ হয়। রাতে দুই পক্ষ মহাসড়কে অবস্থান নিয়ে মুখোমুখি হয়, এরপরই শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ আর মারামারি।
এ ঘটনায় তিন ঘণ্টা ধরে কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে, স্থানীয় বাসিন্দারা গৃহবন্দি হয়ে পড়েন।
খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পরে যৌথ বাহিনীর সহযোগিতায় সংঘর্ষ থামানো সম্ভব হয়।
ওসি আজহারুল ইসলাম বলেন, আজিজ ও উকিল গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ অনেকদিন ধরেই চলছে। সেই বিরোধই রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
বিডি/এএন