হাটহাজারীতে ফ্লোরের নিচে মিলল ৩১টি পদ্মগোখরো বাচ্চা

Published : ০০:৪০, ২৩ অক্টোবর ২০২৫
চট্টগ্রামের হাটহাজারীতে এক বসতবাড়ির ভেতর থেকে একসঙ্গে ৩১টি বিষধর পদ্মগোখরো সাপের বাচ্চা উদ্ধার করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।
বুধবার (২২ অক্টোবর) বিকেলে পৌরসভার ৩নং ওয়ার্ডের পূর্ব দেওয়াননগর মিঠা ছড়ারকূল এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
হঠাৎ ঘরের মেঝে ফেটে সাপের বাচ্চা বেরিয়ে আসতে দেখে আতঙ্কে চিৎকার শুরু করেন বাড়ির সদস্যরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সাপগুলো উদ্ধার করে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম বাংলাদেশ।
উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন টিমের হাটহাজারী প্রতিনিধি রেজাউল করিম রাকিব ও সহকারী মো. জিসাত। তারা জানান, মোট ৩১টি পদ্মগোখরো সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি পাওয়া গেছে প্রায় ৪০টি ডিমের খোসা—যা দেখে ধারণা করা হচ্ছে, কিছু বাচ্চা ইতিমধ্যেই বাসা ছেড়ে চলে গেছে।
চট্টগ্রাম উত্তর বন বিভাগের হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা ফরেস্টার মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া সাপগুলো বনবিভাগের কাছে হস্তান্তর করা হবে। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সেগুলোকে নিরাপদ বনাঞ্চলে অবমুক্ত করা হবে।
তিনি আরও বলেন, বসতবাড়ির ভেতর এমন বিপজ্জনক বিষধর সাপের উপস্থিতি স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে বাড়ির আশপাশে সাপের সম্ভাব্য গর্ত বা আশ্রয়স্থলগুলো পরিদর্শনের পরামর্শও দিয়েছেন তিনি।
বিডি/এএন