রংপুরে প্যানেল চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ
Published : ২৩:৫৯, ২৬ অক্টোবর ২০২৫
রংপুর সদর উপজেলার সদ্যপুষ্করনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য আনোয়ারুল ইসলামের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
আজ ২৬ অক্টোবর রবিবার সকালে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে তোলপাড় শুরু হয়।
আনোয়ারুল ইসলাম সদ্যপুষ্করনী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ১নম্বরওয়ার্ডের সদস্য। ছড়িয়ে পড়া ১২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে আনোয়ারুল ইসলাম একজন ব্যক্তির সঙ্গে বসে ইয়াবা সেবন করছেন।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি বলেন, আনোয়ারুল ইসলাম দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন ও মাদক কারবারের সঙ্গে জড়িত। তাকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তারা। এ বিষয়ে জানতে ইউপি সদস্য আনোয়ারুল ইসলামের সাথে সংযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
সদ্যপুষ্করনী ইউনিয়ন পরিষদের প্রশাসক আইনুল ইসলাম বলেন, সকালে ভিডিওটি দেখেছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ভিডিওটি দেখেছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি/এএন

































