২০২৬ বিশ্বকাপের আগেই আলোচনায় আর্জেন্টিনার জার্সি

২০২৬ বিশ্বকাপের আগেই আলোচনায় আর্জেন্টিনার জার্সি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:৩৯, ২৬ অক্টোবর ২০২৫

আগামী বছরের জুনে বসতে যাচ্ছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর—বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে একযোগে আয়োজিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপকে ঘিরে ইতিমধ্যে ফুটবলপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে।

আর সেই উন্মাদনায় নতুন মাত্রা যোগ করেছে এক চাঞ্চল্যকর খবর—ফাঁস হয়ে গেছে আর্জেন্টিনার বিশ্বকাপের নতুন জার্সি!

জনপ্রিয় স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, বিখ্যাত ওয়েবসাইট ফুটি হেডলাইনস প্রকাশ করেছে আর্জেন্টিনা দলের ২০২৬ বিশ্বকাপের হোম কিটের নকশা। এর আগে কাতার বিশ্বকাপের সময়ও তারা আর্জেন্টিনার জার্সি ফাঁস করেছিল, যা পরে হুবহু মিলেছিল অফিসিয়াল সংস্করণের সঙ্গে।

আর্জেন্টিনার জার্সি মানেই আকাশি ও সাদা রঙের মায়াবী মিশেল। এই ঐতিহ্য বজায় রেখেই তৈরি হয়েছে নতুন জার্সি, যেখানে যুক্ত হয়েছে আধুনিকতার ছোঁয়া। নতুন ডিজাইনে ক্লাসিক নীল ডোরাগুলোর ওপর রাখা হয়েছে গ্রেডিয়েন্ট ইফেক্ট—অর্থাৎ প্রতিটি মোটা নীল স্ট্রাইপের মাঝখানে হালকা রঙের শেড দেওয়া হয়েছে, যা জার্সিকে দিয়েছে এক অভিনব রূপ।

কাঁধের দিকে দেখা যাবে অ্যাডিডাসের স্বাক্ষরসূচক তিনটি কালো সমান্তরাল স্ট্রাইপ। শর্টস ও মোজা রাখা হয়েছে নেভি ব্লু রঙের, যা গত বিশ্বকাপে ব্যবহৃত সাদা শর্টস ও মোজার তুলনায় ভিন্ন এক আভিজাত্য প্রকাশ করবে।

সবচেয়ে চোখে পড়ার মতো অংশ হলো বুকের উপরের তিনটি সোনালি তারা—যা আর্জেন্টিনার তিনটি বিশ্বকাপ জয়ের গৌরবময় স্মৃতিকে (১৯৭৮, ১৯৮৬ ও ২০২২) বহন করবে। এই তারাগুলো প্রতীক হবে দেশের ফুটবল ইতিহাসের শ্রেষ্ঠ মুহূর্তগুলোর।

সব সময়ের মতো এবারও আর্জেন্টিনার কিট তৈরি করছে বিখ্যাত ক্রীড়াসামগ্রী ব্র্যান্ড অ্যাডিডাস। যদিও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে ফুটবলবিশ্বের গুঞ্জন—ফাঁস হওয়া ডিজাইনটিই সম্ভবত লিওনেল মেসিদের নতুন যুদ্ধবর্ম হিসেবে দেখা যাবে ২০২৬ বিশ্বকাপে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement