সৌদিতে এক সপ্তাহে ধরা পড়লেন ২২ হাজার অভিবাসী

সৌদিতে এক সপ্তাহে ধরা পড়লেন ২২ হাজার অভিবাসী ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:০১, ২৬ অক্টোবর ২০২৫

সৌদি আরবে আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশজুড়ে চলমান অভিযানে গত এক সপ্তাহে ২২ হাজারেরও বেশি বিদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ।

শনিবার (২৫ অক্টোবর) এক বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর গালফ নিউজ।

বিবৃতিতে বলা হয়, ১৪ থেকে ২০ আগস্ট পর্যন্ত সরকারি বিভিন্ন সংস্থার সমন্বয়ে পরিচালিত যৌথ নিরাপত্তা অভিযানে মোট ২২ হাজার ২২২ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১৩ হাজার ৫৫১ জন আবাসন আইন, ৪ হাজার ৬৬৫ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৪ হাজার ৬ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন।

আটক ব্যক্তিদের মধ্যে প্রায় ২০ হাজার জনকে ভ্রমণ সংক্রান্ত নথি প্রস্তুতের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এছাড়া ১ হাজার ৬৬৪ জনের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। সপ্তাহের শেষে ইতোমধ্যেই ১২ হাজার ৯২০ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, অভিযানের সময় ১ হাজার ৭৮৬ জনকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আটক করা হয়। এর মধ্যে অধিকাংশই ইয়েমেন ও ইথিওপিয়ার নাগরিক। এছাড়া আইন ভঙ্গকারীদের আশ্রয়, পরিবহন বা কাজ দেওয়ার অভিযোগে ১৮ জন সৌদি নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে।

বর্তমানে মোট ২৫ হাজার ৯২১ জন বিদেশি—যার মধ্যে ২৩ হাজার ৪১৯ জন পুরুষ ও ২ হাজার ৫০২ জন নারী—আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন বলে জানায় মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, যারা অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহায়তা করবে, আশ্রয় দেবে বা কর্মসংস্থান দেবে, তাদের সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ১ মিলিয়ন রিয়াল (প্রায় ২ কোটি ৯৫ লাখ টাকা) পর্যন্ত জরিমানা হতে পারে। একই সঙ্গে অপরাধে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে।

এ ছাড়া নাগরিকদের উদ্দেশে জানানো হয়েছে, সন্দেহজনক কোনো কর্মকাণ্ড দেখলে মক্কা, রিয়াদ ও পূর্বাঞ্চলের জন্য ৯১১ নম্বরে, আর অন্যান্য অঞ্চলের জন্য ৯৯৯ বা ৯৯৬ নম্বরে যোগাযোগ করতে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement