কুয়াকাটায় আবাসিক হোটেলসহ সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

কুয়াকাটায় আবাসিক হোটেলসহ সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:২৩, ২৬ অক্টোবর ২০২৫

ভ্যাট কর্মকর্তার আচরণকে কেন্দ্র করে পটুয়াখালীর কুয়াকাটায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। সহকারী কমিশনার (ভ্যাট) এ কে এম জামিউল আলমকে প্রত্যাহার না করায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় ব্যবসায়ীরা।

এরই পরিপ্রেক্ষিতে কুয়াকাটা হোটেল-মোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁ মালিকরা সোমবার (২৭ অক্টোবর) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।

শনিবার (২৫ অক্টোবর) সকালে কুয়াকাটা প্রেস ক্লাবের সামনে কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন মানববন্ধন কর্মসূচি পালন করে। সংগঠনের সভাপতি এম. এ. মোতালেব শরীফ জানান, দাবি না মানা হলে কুয়াকাটার সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

ব্যবসায়ীরা অভিযোগ করেন, ৮ অক্টোবর হোটেল সৈকতে গিয়ে সহকারী কমিশনার (ভ্যাট) জামিউল আলম কর্তৃপক্ষের সঙ্গে অশালীন আচরণ করেন। হোটেল মালিক উপস্থিত না থাকায় ম্যানেজার বিষয়টি সংগঠনের সভাপতির মাধ্যমে সমাধানের চেষ্টা করেন। কিন্তু সেই কথা শুনে ওই কর্মকর্তা ক্ষিপ্ত হয়ে সভাপতিকে নিয়েও অশোভন মন্তব্য করেন।

বক্তারা বলেন, কুয়াকাটা দেশের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র। এখানে সরকারি কর্মকর্তার এমন আচরণ পর্যটনশিল্পের ভাবমূর্তি নষ্ট করছে এবং বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করছে। তারা অবিলম্বে ওই কর্মকর্তাকে পটুয়াখালী থেকে প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধনে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)-এর সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, হোটেল আল হেরার চেয়ারম্যান মাইনুল ইসলাম মান্নানসহ ১৬টি সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

এ সময় অ্যাসোসিয়েশনের সভাপতি এম. এ. মোতালেব শরীফ বলেন, “আমরা নিয়মিতভাবে সরকারের ভ্যাট পরিশোধ করে আসছি। অথচ একজন কর্মকর্তা দায়িত্ব পালনের সময় অশালীন মন্তব্য ও হুমকি দিয়েছেন—যা গ্রহণযোগ্য নয়। আগামী রোববারের মধ্যে তাকে প্রত্যাহার করতে হবে, নইলে সোমবার থেকে সব হোটেল-মোটেল ও রেস্তোরাঁ বন্ধ থাকবে।”

এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যসচিব কাউসার হামিদ বলেন, “বিষয়টি আমরা জানি। জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে ভ্যাট দপ্তর ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement