টানা চার হারের পর রিয়ালের জ্বলে ওঠা

টানা চার হারের পর রিয়ালের জ্বলে ওঠা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:৩২, ২৭ অক্টোবর ২০২৫

টানা চারটি এল ক্ল্যাসিকোতে পরাজয়ের তিক্ত অভিজ্ঞতা নিয়েই গত মৌসুম শেষ করেছিল রিয়াল মাদ্রিদ।

সেই স্মৃতি পেছনে ফেলে নতুন মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামে বার্সেলোনা। তবে এবারও হাসল না ভাগ্য—টানা পঞ্চম জয়ের স্বপ্ন ভেঙে গেল হ্যান্সি ফ্লিকের শিষ্যদের।

উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষে ২–১ গোলের জয়ে হাসি ফুটল জাভি আলোনসোর রিয়াল মাদ্রিদের মুখে। শেষ মুহূর্তে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি ও লাল কার্ডের নাটকীয়তা ম্যাচটিকে আরও উত্তেজনাপূর্ণ করে তোলে।

সান্তিয়াগো বার্নাব্যুর ঐতিহাসিক মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে রিয়ালের হয়ে গোল দুটি করেন কাইলিয়ান এমবাপে এবং জুড বেলিংহ্যাম। বার্সেলোনার পক্ষে একমাত্র গোলটি করেন তরুণ মিডফিল্ডার ফেরমিন লোপেজ। শেষের দিকে উত্তেজনা চরমে পৌঁছালে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পেদ্রি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে দুই দল। মাত্র ৩ মিনিটেই পেনাল্টির সুযোগ পেয়েছিল রিয়াল মাদ্রিদ, কিন্তু ভিএআর পর্যালোচনার পর তা বাতিল করেন রেফারি। ১৩ মিনিটে এমবাপে বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। তবে ২২ মিনিটে আর ভুল করেননি ফরাসি তারকা—চমৎকার এক ফিনিশে দলকে ১–০ তে এগিয়ে দেন।

গোল খাওয়ার পর বার্সেলোনা ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে। ৩৮ মিনিটে মার্কাস র‍্যাশফোর্ডের নিখুঁত অ্যাসিস্টে সমতার গোলটি করেন ফেরমিন লোপেজ। কিন্তু বিরতিতে যাওয়ার ঠিক আগে, ৪৩ মিনিটে জুড বেলিংহ্যাম গোল করে রিয়ালকে আবারও এগিয়ে দেন। সেই লিডই শেষ পর্যন্ত ধরে রাখে স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ পেয়েছিল রিয়াল। আবারও পেনাল্টি—কিন্তু এবারও বাধা এমবাপে! তাঁর নেওয়া স্পটকিক ঠেকিয়ে দেন বার্সা গোলরক্ষক সেজনি। পরের মিনিটেই সমতায় ফেরার বড় সুযোগ মিস করেন লোপেজ; লামিন ইয়ামালের বাড়ানো বলটি চমৎকারভাবে রুখে দেন থিবো কোর্ত্তোয়া।

শেষ মুহূর্তে উত্তেজনা চরমে পৌঁছে যায়। যোগ করা সময়ের ১০ম মিনিটে পেদ্রি দ্বিতীয় হলুদ দেখে মাঠ ছাড়েন, এরপরই শুরু হয় দু’দলের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতি। রিয়ালের বেঞ্চে থাকা গোলরক্ষক আন্দ্রে লুনিনও দেখেন হলুদ কার্ড।

শেষ পর্যন্ত ২–১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এই জয়ে ৯ ম্যাচে ৮ জয় ও ১ হারে ২৪ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে অবস্থান করছে রিয়াল। সমান ম্যাচে ৭ জয়, ১ ড্র ও ১ হারে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement