গাইবান্ধায় শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন বিতরণ
Published : ২২:৩৬, ২৪ অক্টোবর ২০২৫
গাইবান্ধা সরকারি কলেজে সাধারণ শিক্ষার্থীদের মাঝে উন্মুক্ত কুরআন বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
নোয়াখালীতে দরসুল কুরআন অনুষ্ঠানে হামলা এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পবিত্র কুরআন শরীফ পোড়ানোর ঘটনার প্রতিবাদে গত ২৩ অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা সরকারি কলেজ শাখার আয়োজনে কলেজে সাধারণ শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআন তুলে দেয়া হয়।
পবিত্র কুরআন প্রেমী জনতার মর্মাহত হওয়ার বিষয়টি তুলে ধরে এ কর্মসূচি পালন করা হয় বলে জানিয়েছেন ছাত্রশিবিরের নেতারা। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট স¤পাদক মো. রিয়াজুল ইসলাম।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা শাখার সাবেক সভাপতি ফয়সাল কবির রানা। ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়,
সাম্প্রতিক সময়ে পবিত্র কুরআন ও ইসলামি শিক্ষার ওপর আঘাতের প্রতিবাদস্বরূপ সাধারণ শিক্ষার্থীদের মাঝে ইসলামের মূল বাণী ছড়িয়ে দিতেই এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
কর্মসূচিতে কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে পবিত্র কুরআন শরীফ গ্রহণ করেন। প্রধান অতিথি বলেন, পবিত্র কুরআনের আলোয় আলোকিত হতে হবে, তবেই এ জাতি মুক্তি পাবে।
ছাত্রশিবির গাইবান্ধা সরকারি কলেজ শাখার একজন দায়িত্বশীল নেতা বলেন, পবিত্র কুরআনের প্রতি যে অবমাননা ও হামলা হয়েছে, এমন ঘটনায় আমরা গভীরভাবে ব্যথিত।
এর প্রতিবাদে আমরা শিক্ষাপ্রতিষ্ঠানে পবিত্র কুরআনের আলো ছড়িয়ে দিতে এই উদ্যোগ নিয়েছি। আমরা চাই শিক্ষার্থীরা যেন পবিত্র কুরআনের সঠিক শিক্ষা গ্রহণ করে।
বিডি/এএন































