সিলেটে হাসপাতালে হামলার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

সিলেটে হাসপাতালে হামলার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:১৯, ১৭ জানুয়ারি ২০২৬

সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন চিকিৎসকরা।

এর ফলে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে এবং চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ মারাত্মক ভোগান্তির মুখে পড়েছেন।

ইন্টার্ন চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার রাতে হাসপাতালের চতুর্থ তলার ৪ নম্বর সার্জারি ওয়ার্ডে এক রোগী ও তার স্বজনদের সঙ্গে দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসকদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে রোগীর স্বজনরা ইন্টার্ন চিকিৎসকদের ওপর চড়াও হন। এ সময় হামলার শিকার হয়ে একজন নারী ইন্টার্ন চিকিৎসক আহত হন।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজন নারীসহ মোট তিনজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ইন্টার্ন চিকিৎসকরা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে হাসপাতাল প্রাঙ্গণে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতিতে থাকলেও মিড-লেভেলসহ অন্যান্য চিকিৎসকরা চিকিৎসাসেবা চালু রেখেছেন। যাতে রোগীদের চিকিৎসা পুরোপুরি ব্যাহত না হয়, সে বিষয়ে কর্তৃপক্ষ সার্বক্ষণিক নজর রাখছে। পাশাপাশি, ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের মাধ্যমে তাদের কাজে ফেরানোর আশ্বাসও দেওয়া হয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement