সরকারি কর্মচারীদের বেতন কতটা বাড়ছে নতুন কাঠামোতে

সরকারি কর্মচারীদের বেতন কতটা বাড়ছে নতুন কাঠামোতে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:৪৩, ১৭ জানুয়ারি ২০২৬

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন বেতনকাঠামোর প্রস্তাব চূড়ান্ত করেছে বেতন কমিশন। প্রস্তাব অনুযায়ী, এই বেতন কাঠামো ধাপে ধাপে কার্যকর হবে—আগামী ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে এবং ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে পুরোপুরি বাস্তবায়ন করা হবে।

বর্তমানে সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন যেখানে ৮ হাজার ২৫০ টাকা, সেখানে নতুন প্রস্তাবে তা দ্বিগুণেরও বেশি বাড়িয়ে প্রায় ১৮ হাজার টাকা বা তারও বেশি নির্ধারণের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে সর্বোচ্চ বেতনসীমা ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ২০ হাজার টাকারও বেশি করার পরিকল্পনা রয়েছে। প্রস্তাবিত কাঠামোতে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত রাখা হয়েছে ১:৮।

এই নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের অতিরিক্ত প্রায় ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকা ব্যয় হবে বলে ধারণা করা হচ্ছে। এ লক্ষ্যে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় হিসেবে ২২ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে, যা আংশিক বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

গত বছরের জুলাই মাসে গঠিত ২১ সদস্যের বেতন কমিশন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে কাজ শুরু করে। কমিশনের ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও এবার সেই প্রতিবেদন আগামী ২১ জানুয়ারি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কাছে জমা দেওয়া হবে। এরপর উপদেষ্টা পরিষদের আলোচনার মাধ্যমে বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবে।

নতুন বেতন কাঠামোকে শুধু বেতন বৃদ্ধি নয়, বরং সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের আর্থিক চাপ কমানোর একটি বড় উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে নিম্নস্তরের কর্মচারীদের বেতন বৃদ্ধিতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে তাদের জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়া তুলনামূলকভাবে সহজ হয়।

 

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement