বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক নেত্রী ছিলেন না; তিনি ছিলেন একজন পূর্ণাঙ্গ রাষ্ট্রনায়ক।
তার দূরদর্শী চিন্তা, কর্মনিষ্ঠা, দক্ষ নেতৃত্ব এবং সর্বোপরি সাধারণ মানুষের প্রতি গভীর ভালোবাসাই তাকে এই উচ্চতায় পৌঁছে দিয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আইনজীবী অ্যাসোসিয়েশন ও বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় আয়োজিত এক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মঈন খান বলেন, আজ যাঁর সম্পর্কে বলার জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, তার মতো বিশাল ব্যক্তিত্ব নিয়ে কথা বলার যোগ্যতা আমার আছে কি না—এই ভাবনাই আমাকে প্রথমে নাড়া দিয়েছে। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা, উদার মানসিকতা, মানবিকতা এবং বাংলাদেশের মানুষের প্রতি তার অপরিসীম ভালোবাসার কথা বলতে গেলে এক দিনের বক্তৃতায় তা শেষ করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, অনেক সময় বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করতে গিয়ে আমরা বাকরুদ্ধ হয়ে যাই। তার অবদান ও শূন্যতার কথা ভাবলে কণ্ঠ রুদ্ধ হয়ে আসে। আজ আমরা কীভাবে সেই গভীর অনুভূতিগুলো প্রকাশ করব, সেটিই যেন বুঝে উঠতে পারছি না।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তার উদারতা ও সহনশীলতার একটি দৃষ্টান্ত তুলে ধরে ড. মঈন খান বলেন, একজন সিনিয়র সচিবকে কোনো মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়ার আগে তিনি সংশ্লিষ্ট মন্ত্রীর মতামত জানতে চাইতেন। রাষ্ট্র পরিচালনায় এ ধরনের শ্রদ্ধাশীল ও পরামর্শভিত্তিক নেতৃত্ব তার ব্যতিক্রমী রাষ্ট্রনায়কসুলভ মানসিকতার পরিচয় দেয়।
বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা অসংখ্য মামলার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, তার বিরুদ্ধে প্রায় ৪৭টি মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দেওয়া হয়েছিল।
একবার আমি তাকে প্রশ্ন করেছিলাম, আপনি কেন এত মামলায় আদালতে হাজির হন? উত্তরে তিনি বলেছিলেন—ওরা অন্যায় করতে পারে, কিন্তু আমি আইনের বাইরে যেতে পারি না। এই একটি বক্তব্যেই স্পষ্ট হয়ে ওঠে আইনের প্রতি তার গভীর শ্রদ্ধা, নৈতিক দৃঢ়তা এবং রাষ্ট্রনায়কসুলভ অবস্থান।
ড. মঈন খান দৃঢ়ভাবে বলেন, এসব কারণেই আমি বিশ্বাস করি—বেগম খালেদা জিয়া ছিলেন প্রতিহিংসাহীন রাজনীতির প্রতীক এবং গণতন্ত্রের প্রকৃত চর্চাকারী এক মহান রাষ্ট্রনায়ক।
শোকসভায় এ সময় বিএনপির প্রয়াত চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ দল ও সংগঠনের আরও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





























