ঢাবির জহুরুল হক হলে রাতের মধ্যরাতে ককটেল সদৃশ বস্তু উদ্ধার

ঢাবির জহুরুল হক হলে রাতের মধ্যরাতে ককটেল সদৃশ বস্তু উদ্ধার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:৩৭, ১৭ জানুয়ারি ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। ঘটনা ঘটে শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ১টার দিকে, হলের মেইন বিল্ডিংয়ের একটি ওয়াশরুম থেকে।

হলের সমাজসেবা সম্পাদক মো. জহির রায়হান রিপন বিষয়টি নিশ্চিত করে বলেন, হলের মেইন বিল্ডিংয়ের প্রথম তলার ওয়াশরুম থেকে তিনটি ককটেল সদৃশ বস্তু পাওয়া গেছে।

শাহবাগ থানার দায়িত্বরত অফিসার আল আমিন জানান, বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে এগুলো উদ্ধার করে নিয়ে গেছে। তবে পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে, এগুলো আসলে ককটেল ছিল না। তার ধারণা, সম্ভবত ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করার উদ্দেশ্যে এসব বস্তু টেপ দিয়ে বানিয়ে রাখা হয়েছিল। তিনি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন এবং যে কোনো পরিস্থিতিতে সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দেন।

হলের প্রভোস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ফারুক শাহ বলেন, বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে ককটেল সদৃশ বস্তুগুলো নিরাপদে উদ্ধার করে নিয়েছে। এছাড়া, হলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে যাতে যিনি বা যারা এগুলো রেখে গেছেন তাদের শনাক্ত করা যায়। পাশাপাশি হলের নিরাপত্তা আরও জোরদার করা হবে, যাতে ভবিষ্যতে এমন কোনো ঘটনা না ঘটে।

এই ঘটনায় হলের শিক্ষার্থী ও কর্মীরা সতর্কতা অবলম্বন করছেন এবং প্রশাসনকে সহযোগিতা করছেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement