জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতার বিরুদ্ধে কটূক্তি অভিযোগ ও মানববন্ধন নিয়ে উত্তেজনা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতার বিরুদ্ধে কটূক্তি অভিযোগ ও মানববন্ধন নিয়ে উত্তেজনা

The Business Daily Desk

Published : ২৩:০৩, ১০ আগস্ট ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নেতার বিরুদ্ধে ‘পর্দা’ ও নারীদের নিয়ে কটূক্তির অভিযোগে মানববন্ধন আয়োজন করা হলে শাখা ছাত্রদল এই অভিযোগকে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার হিসেবে উল্লেখ করেছে। রোববার (১০ আগস্ট) শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল এবং সদস্য সচিব শামসুল আরেফিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিছু ব্যক্তি ও গোষ্ঠী বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে এবং শিক্ষার্থীদের ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা চালাচ্ছে। বিশ্ববিদ্যালয় একটি মুক্তচিন্তার স্থান, যেখানে ব্যক্তিগত আক্রমণ বা বিভাজন সৃষ্টির চেষ্টাকে কঠোরভাবে নিন্দা জানানো হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে একজন বলেন, সেখানে ছাত্রী সংস্থার সদস্যরাও উপস্থিত ছিলেন। তবে শাখা ছাত্রদলের দাবি, জামায়াতে ইসলামীর নারী শিক্ষার্থী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সদস্যরা পরিচয় গোপন করে পরিকল্পিত প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছে। সাধারণ শিক্ষার্থীদের নাম ব্যবহার করে বিভাজন সৃষ্টির এই চেষ্টা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করে।

এদিকে, মানববন্ধনে নারী শিক্ষার্থীরা ‘সাধারণ শিক্ষার্থী’ পরিচয়ে ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিনের কটূক্তির প্রতিবাদ ও ক্ষমার দাবি করেন।

শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, ইসলামি বিধান, ধর্ম ও নারীর ব্যাপারে তিনি সর্বদা শ্রদ্ধাশীল। তার ব্যক্তিগত মন্তব্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সমালোচনাকে ভিন্ন খাতে নেওয়া হয়েছে। তিনি এ ধরনের মব তৈরির চেষ্টা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও একটি গোষ্ঠীর পরিকল্পনা বলে অভিহিত করেন।

উল্লেখ্য, ৯ আগস্ট শামসুল আরেফিন ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে ইসলামী ছাত্রী সংস্থার সদস্যদের সাক্ষাতের ছবি পোস্ট করেন, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

 

BD/Z

শেয়ার করুনঃ
Advertisement