নির্বাচন সুষ্ঠু হলে বিএনপিকে আল্লাহ ছাড়া কেউ রুখতে পারবে না : ফারুক

নির্বাচন সুষ্ঠু হলে বিএনপিকে আল্লাহ ছাড়া কেউ রুখতে পারবে না : ফারুক

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:০৮, ১৫ আগস্ট ২০২৫

বিএনপি চেয়াপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, যদি এই দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে আল্লাহ ছাড়া কেউ ধানের শীষকে রুখতে পারবে না। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ কর্মজীবী দল কর্তৃক আয়োজিত বেগম জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফারুক নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত নির্বাচনের জন্য জনগণের সমর্থন অর্জন করতে হলে তাদের গ্রামে বয়োজ্যেষ্ঠদের সম্মান করতে হবে, অত্যাচারকারীদের রুখতে হবে এবং পদ নয়, দলের কল্যাণে কাজ করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, যারা স্বাধীনতা অর্জনে বুকের রক্ত দিয়েছেন তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেশে অস্থিরতা সৃষ্টি করলে জনগণ তা রুখে দেবে।

তিনি বলেন, দেশ এখন জনগণের। বিচারিক প্রক্রিয়ার বাইরে আর কোনো লাথি মারা হবে না। ভোট অধিকার জনগণের হাতে, যা অর্জনের জন্য বহু মানুষ আত্মাহুতি দিয়েছেন। ফারুক পিআর ও ইভিএম ব্যবস্থার ব্যর্থতার কথাও উল্লেখ করেন এবং ক্ষমতায় থাকা সময়ের দুর্নীতি ও প্রতিবেশী দেশকে অব্যবস্থাপনামূলক দান সম্পর্কে সমালোচনা করেন।

সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়াপার্সনের উপদেষ্টা হারুনুর রশিদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ। ফারুক বলেন, দেশের মানুষ ষড়যন্ত্র রোধে সর্বদা প্রস্তুত আছে এবং দলকে শক্তিশালী করতে সকলকে একযোগে কাজ করতে হবে।

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন, ফারুকের বক্তব্যে বিএনপির আগামী নির্বাচন ও গণমত প্রস্তুতির দিকে গুরুত্বারোপ করা হয়েছে। দলীয় নেতারা আশা করছেন, স্থানীয় ও জাতীয় পর্যায়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সমর্থন আরও দৃঢ় হবে এবং দলের অবস্থান শক্তিশালী হবে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement