একই পরিবারের চারজনের রহস্যময় মৃত্যু, চিরকুটে লেখা ‘আমি নিজ হাতে সবাইকে মারলাম

একই পরিবারের চারজনের রহস্যময় মৃত্যু, চিরকুটে লেখা ‘আমি নিজ হাতে সবাইকে মারলাম

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৩১, ১৫ আগস্ট ২০২৫

রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের বামুনশিখড় এলাকায় শুক্রবার সকালে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন মিনারুল ইসলাম (৩০), তার স্ত্রী মনিরা বেগম (২৮), ছেলে মাহিম (১৩) এবং মেয়ে মিথিলা (১৮ মাস)। মাহিম স্থানীয় খড়খড়ি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন।

ছেলে মাহিম ও মেয়ে মিথিলার মরদেহ  ঘরে দু পাশে পড়ে ছিল, আর মিনারুল ও তার স্ত্রী মনিরা বেগমের মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা চিরকুটে লেখা রয়েছে, ‘আমি নিজ হাতে সবাইকে মারলাম। আমরা মরে গেলাম ঋণের বোঝা ও খাওয়ার অভাবে। চিরদিনের জন্য চলে গেলাম। আমি চাই সবাই ভালো থাকবেন।’ চিরকুটে পরিবারের আর্থিক দুশ্চিন্তা এবং আত্মহত্যার কারণ স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু সুফিয়ান বলেন, মরদেহের পাশে চিরকুট পাওয়া গেছে এবং ধারণা করা হচ্ছে এটি নিহত মিনারুলের লেখা। তবে সত্যতা নিশ্চিত করতে তদন্ত অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, ফোরেনসিক বিশেষজ্ঞদের সহায়তায় মরদেহের সঠিক মৃত্যুর কারণ নির্ধারণ করা হবে।

স্থানীয়রা বলছেন, পরিবারটি সাধারণত শান্তিপ্রিয় ছিল, তবে অর্থনৈতিক চাপের কারণে মানসিকভাবে আক্রান্ত হতে পারত। পুলিশ পরিবারের আত্মীয় ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করছে এবং সামাজিক ও আর্থিক পরিস্থিতি যাচাই করছে।

এদিকে, পুলিশ ও স্থানীয় প্রশাসন এলাকার নিরাপত্তা জোরদার করেছে। ঘটনার প্রাথমিক তদন্তে আত্মহত্যার সম্ভাবনা বেশি হলেও হত্যাকাণ্ডের যে কোনো দিকও উন্মোচনের জন্য বিস্তারিত অনুসন্ধান চালানো হচ্ছে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement