যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প সম্প্রতি হান্টার বাইডেনের বিরুদ্ধে বড় অঙ্কের ক্ষতিপূরণ দাবি করে মামলা করার প্রস্তুতি নিয়েছেন। হান্টার বাইডেন যৌন অপরাধী জেফরি এপস্টেইনকে নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, এপস্টেইনই মেলানিয়ার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের পরিচয় করিয়ে দিয়েছিলেন। এই বক্তব্যকে “মিথ্যা ও মানহানিকর” দাবি করে মেলানিয়া তা প্রত্যাহারের দাবি জানান।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মেলানিয়ার আইনজীবীরা হান্টার বাইডেনের আইনজীবীদের উদ্দেশে পাঠানো এক চিঠিতে উল্লেখ করেছেন, বক্তব্য প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা না চাইলে ১০০ মিলিয়ন ডলার বা তারও বেশি ক্ষতিপূরণ আদায়ের জন্য আদালতে মামলা করা হবে।
এ মাসের শুরুর দিকে এক সাক্ষাৎকারে হান্টার বাইডেন ট্রাম্প ও এপস্টেইনের পুরনো সম্পর্ক নিয়ে সমালোচনা করেন। জানা গেছে, ২০০০ সালের গোড়ার দিকে ট্রাম্প ও এপস্টেইনের সম্পর্ক ছিন্ন হয়। এরপর ২০০৫ সালে মেলানিয়া ও ডোনাল্ড ট্রাম্পের বিয়ে হয়।
হান্টারের মন্তব্যকে ঘিরে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। ডেমোক্র্যাট ও রিপাবলিকান শিবিরে এ নিয়ে তর্ক-বিতর্ক চলছে। রিপাবলিকান সমর্থকরা একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে দাবি করছেন, অন্যদিকে ডেমোক্র্যাটপন্থীরা বলছেন, এটি মুক্ত মতপ্রকাশের অংশ।
মামলার বিষয়টি আদালতে গেলে এটি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে বড় আলোচনার জন্ম দেবে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে উভয় পক্ষই আইনি ও রাজনৈতিকভাবে নিজেদের অবস্থান দৃঢ় করতে তৎপর।