মেসিই বিশ্বের সেরা, রিয়ালে যোগ দিয়ে ঘোষণা ভবিষ্যৎ মহাতারকার

মেসিই বিশ্বের সেরা, রিয়ালে যোগ দিয়ে ঘোষণা ভবিষ্যৎ মহাতারকার

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৫৬, ১৫ আগস্ট ২০২৫

রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা ফুটবল ইতিহাসে সাপে-নেউলের মতো প্রতিদ্বন্দ্বী। দুই ক্লাবের খেলোয়াড়দের মাঝে সম্পর্কও অনেক সময়ে প্রতিপক্ষের চেয়ে বেশি বৈরিতাপূর্ণ। সেই প্রেক্ষাপটে রিয়ালের কোনো খেলোয়াড় যদি বার্সেলোনার লিওনেল মেসির প্রশংসা করেন, তা বেশ নজর কেড়ে নেয়। চলতি মৌসুমে রিভারপ্লেট থেকে রিয়ালে যোগ দেওয়া মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ঠিক সেটিই করেছেন।

মাস্তানতুয়োনোকে রিয়াল মাদ্রিদের ভবিষ্যতের মহাতারকা হিসেবে ধরা হচ্ছে। তার খেলার ধরনও এ আশাবাদকে সমর্থন করছে। রিয়ালে যোগ দেওয়ার প্রথম সংবাদ সম্মেলনে মাস্তানতুয়োনো অকপটে মেসিকে বিশ্বের সেরা হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘আমার কাছে বিশ্বের সেরা ফুটবলার মেসি। আমি আর্জেন্টাইন, আর আমার চোখে তিনিই সেরা।’

মাস্তানতুয়োনো ১৮তম জন্মদিনে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে রিয়ালে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। সংবাদ সম্মেলনে তিনি তার শৈশবের স্বপ্নপূরণ, ভবিষ্যতের লক্ষ্য ও প্রিয় খেলোয়াড়দের সম্পর্কে খোলাখুলি আলোচনা করেন। তিনি রিয়ালের কিছু আর্জেন্টাইন খেলোয়াড়ের খেলা অনুসরণ করেন এবং আলফ্রেডো দি স্তেফানো ছাড়া ডি মারিয়া ও হিগুয়েনের খেলা বিশেষভাবে তার মুগ্ধ করেছে বলে জানান।

এর আগে রিয়ালের খেলোয়াড়রা বার্সেলোনার খেলোয়াড় বা মেসির প্রশংসা করলে সমর্থক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখোমুখি হয়েছেন। প্রথম সংবাদ সম্মেলনেই মাস্তানতুয়োনো যে মেসি প্রশংসা করেছেন, তা তার সাহসিকতার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। রিয়াল মাদ্রিদে নতুন মুখ হিসেবে তাকে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে, যেখানে তার দক্ষতা ও সাহসিকতা দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement