ভারতের বিপক্ষে বড় হারের শঙ্কায় ম্যাচ বয়কটের পরামর্শ সাবেক পাকিস্তানি ক্রিকেটারের

Published : ১০:৫১, ১৫ আগস্ট ২০২৫
আসন্ন এশিয়া কাপে পাকিস্তান ও ভারতের মধ্যকার ম্যাচ নিয়ে বিতর্ক তৈরি করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলি। তিনি মনে করেন, বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান দল ভারতের বিপক্ষে মাঠে নামা উচিত নয়। বাসিত আলির ভাষ্য অনুযায়ী, পাকিস্তান বর্তমানে এমন এক অবস্থায় আছে যেখানে ভারতের মুখোমুখি হলে ফল হবে বিপর্যয়কর।
সূচি অনুযায়ী, আগামী ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা। এছাড়া সুপার ফোর ও ফাইনালে পৌঁছালে আরও দুইবার দেখা হতে পারে দুই দলের। তবে বাসিতের মতে, পাকিস্তানকে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করা উচিত—যেমনটি ভারত করেছিল ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস’-এ, যখন দুইবার খেলার সুযোগ থাকলেও তারা প্রতিবারই ম্যাচ খেলেনি।
‘দ্য গেমপ্ল্যান’ ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে বাসিত আলি বলেন, “আমি প্রার্থনা করছি যেন ভারত কোনোভাবেই পাকিস্তানের সঙ্গে এশিয়া কাপে খেলতে না চায়। যদি খেলে, ওরা আমাদের এমনভাবে হারাবে যা কল্পনার বাইরে।” তিনি আরও বলেন, পাকিস্তান আফগানিস্তানের কাছে হারলেও দেশের মানুষের তেমন কোনো প্রতিক্রিয়া হবে না, কিন্তু ভারতের কাছে হারলে তা চরম ক্ষোভ ও হতাশা তৈরি করবে।
সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে পাকিস্তান। দলের ফর্ম খারাপ এবং পারফরম্যান্স অস্থির হওয়ায় বাসিত আলির মতে, ভারতের বিপক্ষে খেলাটা ঝুঁকিপূর্ণ। তিনি মনে করেন, এই ধরনের হারের ধাক্কা দেশের ক্রিকেটে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং ক্রিকেটপ্রেমীদের মধ্যে চরম হতাশা সৃষ্টি করতে পারে।
BD/AN