রাজবাড়ীতে উজান থেকে নেমে আসা ঢলের প্রভাবে পদ্মার পানি বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীর সব পয়েন্টে পানি বাড়ার ফলে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এম এ শামীম শুক্রবার বেলা ১১টায় পানি বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেন।
পানি বৃদ্ধির ফলে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর, চর সেলিমপুর, কালিতলা ও মেছোঘাটা এলাকায় নদীর ভাঙন দেখা দিয়েছে। দৌলতদিয়া ইউনিয়নের মুন্সিপাড়া এলাকার কাউলজানি গ্রামে তিন কিলোমিটার এলাকা এবং প্রায় ৬০ থেকে ৭০ বিঘা কৃষি জমি বিলীন হয়েছে। একই সঙ্গে দৌলতদিয়ার ৩ ও ৭নং ফেরিঘাটে ভাঙনে কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সবকটি ফেরিঘাট ও লঞ্চঘাটে ভাঙনের ঝুঁকি তৈরি হয়েছে।
পদ্মার তীব্র স্রোতের কারণে দৌলতদিয়ার ৩ ও ৪নং ঘাটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বর্তমানে শুধুমাত্র ৭নং ঘাট ব্যবহার করে যানবাহন লোড আনলোড করা হচ্ছে। ঘাট সংকটের কারণে দীর্ঘ যানবাহনের সারি তৈরি হয়েছে।
নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের ফসলি জমি প্লাবিত হলে কৃষকেরা বড় ক্ষতিগ্রস্ত হবেন। জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে এবং ভাঙনপ্রবণ এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কর্তৃপক্ষ আশা করছে, দ্রুত পদক্ষেপের মাধ্যমে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হবে।