থ্রি ইডিয়টস’র কাঁপাচ্ছে র‍্যাঞ্চো মোদির গদি

থ্রি ইডিয়টস’র কাঁপাচ্ছে র‍্যাঞ্চো মোদির গদি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:০৯, ২৭ সেপ্টেম্বর ২০২৫

ভারতের লাদাখ এখন উত্তপ্ত অবস্থার মুখে। পূর্ণ রাজ্যের মর্যাদা ও সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তির দাবিতে সারা অঞ্চলে ছড়িয়ে পড়েছে ‘জেনজি আন্দোলন’।

আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন পরিবেশকর্মী, শিক্ষাবিদ ও প্রকৌশলী সোনম ওয়াংচুক, যার জীবনগাথা থেকে অনুপ্রাণিত হয়ে বলিউডের জনপ্রিয় ছবি থ্রি ইডিয়টস-এ আমির খানের র‍্যাঞ্চো চরিত্র তৈরি হয়েছিল।

লেহ শহর থেকে শুক্রবার ওয়াংচুককে পুলিশ আটক করে। এর আগে কয়েকদিন ধরে শান্তিপূর্ণ অনশন ও বিক্ষোভ চললেও ধীরে ধীরে তা সহিংসতায় রূপ নেয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত চারজনের মৃত্যু হয়, আর পঞ্চাশের বেশি মানুষ আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরে কারফিউ জারি করা হয় এবং ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়।

ওয়াংচুক অভিযোগ করেছেন, পুলিশ বিনা উসকানিতে গুলি চালিয়েছে। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তার উসকানিমূলক বক্তব্যের কারণে আন্দোলনকারীরা সহিংস হয়ে ওঠে।

২০১৯ সালে অনুচ্ছেদ ৩৭০ বাতিলের পর লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়। প্রথমদিকে এতে সমর্থন থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে ক্ষোভ বৃদ্ধি পেতে থাকে। ওয়াংচুক ও স্থানীয়দের দাবি, বাইরে থেকে আসা মানুষরা জমি ও চাকরিতে দখল নিতে শুরু করেছে, যা তাদের সংস্কৃতি ও পরিবেশের জন্য হুমকি তৈরি করছে। তাই আন্দোলনের মূল লক্ষ্য—লাদাখকে ষষ্ঠ তফসিলের আওতায় আনা এবং সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করা।

শিক্ষা ও পরিবেশে বিশেষ অবদানের জন্য ওয়াংচুক ২০১৮ সালে র‍্যামন ম্যাগসেসে পুরস্কার পান। তার প্রতিষ্ঠিত স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ (SECMOL) স্থানীয় শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করেছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াংচুকের বিরুদ্ধে দেশদ্রোহীতাসহ একাধিক মামলা দায়ের হয়েছে। তবে বিশ্লেষকরা মনে করছেন, সীমান্তবর্তী লাদাখে এই বিক্ষোভ দীর্ঘমেয়াদি নিরাপত্তা সংকট তৈরি করতে পারে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement