আইফোন ১৭ কিনতে ভক্তদের কাছে সাহায্য চাইলেন ইনফ্লুয়েন্সার

আইফোন ১৭ কিনতে ভক্তদের কাছে সাহায্য চাইলেন ইনফ্লুয়েন্সার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:১৮, ২৮ সেপ্টেম্বর ২০২৫

অ্যাপলের সদ্য উন্মোচিত আইফোন ১৭ সিরিজ নিয়ে বিশ্বজুড়ে চলছে ব্যাপক উন্মাদনা। নতুন মডেলটির ঝলক দেখতেই দোকানে ভিড় জমাচ্ছেন অনেকে, কেউ আবার দূর থেকে দীর্ঘশ্বাস ফেলেই সন্তুষ্ট হচ্ছেন।

তবে ভারতের উত্তরপ্রদেশের এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মাহি সিং এবার ভিন্নভাবে আলোচনায় এসেছেন।

কারণ, আইফোন কেনার জন্য তিনি প্রকাশ্যে ভক্তদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন, যা নেটিজেনদের মধ্যে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। এক ভিডিও বার্তায় মাহি সরাসরি অনুরোধ জানিয়ে বলেন—“যে যতটুকু পারেন, এক রুপি, দুই রুপি বা তিন রুপি করে আমাকে সাহায্য করুন।”

ভিডিওতে মাহি আরও বলেন, “আইফোন ১৭ প্রো ম্যাক্স বাজারে এসেছে। এর নতুন কালারটি আমার ভীষণ ভালো লেগেছে। মাত্র তিন মাস আগে বাবা আমাকে আইফোন ১৬ কিনে দিয়েছেন।

কিন্তু সামনে ২১ অক্টোবর আমার জন্মদিনে আমি চাই আইফোন ১৭ প্রো ম্যাক্স। বাবার পক্ষে আবার এত দ্রুত ফোন কেনা সম্ভব নয়। তাই আপনাদের সহযোগিতা ছাড়া আমার পক্ষে এই ফোন কেনা স্বপ্নই থেকে যাবে। আপনারা যদি সামান্য করেও সাহায্য করেন, তাহলে স্বপ্নপূরণ হবে।”

তিনি আবেগঘনভাবে যোগ করেন, “এই ফোনের প্রতি আমার যে ভালোবাসা, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তাই যদি আপনারা আমাকে সাহায্য করেন, আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞ থাকব।”

ভিডিওটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তবে প্রতিক্রিয়ায় তৈরি হয় দুই মেরুর মতামত। একদল নেটিজেন এই আচরণকে ‘হাস্যকর ও বেমানান’ আখ্যা দিয়েছেন।

তাদের মধ্যে একজন মন্তব্য করেছেন—“যারা তার ভিডিও দেখতে ফোন ব্যবহার করছেন, তারাই হয়তো তাকে ১-২ রুপি পাঠাবেন। আসলে এটা ভিক্ষা ছাড়া আর কিছু নয়।”

অন্যদিকে, কিছু নেটিজেন মাহির পক্ষ নিয়ে মন্তব্য করেছেন। তাদের মতে, “গরিব বলে তাকে সবাই কটাক্ষ করছে। অথচ বহু ধনী সেলিব্রিটিও অনলাইনে নানা অজুহাতে অনুদান চান, তখন তো কেউ কিছু বলেন না।”

সূত্র: এনডিটিভি

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement