নিউইয়র্ক পুলিশে ইতিহাস গড়লেন শামসুল

নিউইয়র্ক পুলিশে ইতিহাস গড়লেন শামসুল ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:১৮, ১ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশি বংশোদ্ভূত শামসুল হক যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে (এনওয়াইপিডি) প্রথম দক্ষিণ এশীয় লেফটেন্যান্ট কমান্ডার হিসেবে পদোন্নতি পেয়ে ইতিহাস গড়েছেন।

তার এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাংলাদেশি ও দক্ষিণ এশীয় অভিবাসী সমাজের জন্য এক অনুপ্রেরণার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

তার শেকড় সিলেটের গোলাপগঞ্জের বাঘার গ্রামে। বর্তমানে স্ত্রী রুবিনা হক এবং দুই ছেলেকে নিয়ে নিউইয়র্কের কুইন্স এলাকায় বসবাস করছেন তিনি।

শামসুল হক জানান, তিনি চান আরও বেশি বাংলাদেশি-আমেরিকান তরুণ-তরুণী আইনশৃঙ্খলা বাহিনীতে যুক্ত হোক এবং স্থানীয় কমিউনিটির সেবা করুক।

২০২১ সালের ২৯ জানুয়ারি অফিসিয়াল এক অনুষ্ঠানে তাকে লেফটেন্যান্ট কমান্ডারের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়।

তিনি ১৯৯১ সালে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। শুরুতে রেস্তোরাঁয় বাস বয়, ডেলিভারি কর্মী ও ম্যানেজারসহ বিভিন্ন পদে কাজ করেছেন। একই সঙ্গে এগিয়ে যাওয়ার ইচ্ছা ধরে রেখে পড়াশোনাও অব্যাহত রাখেন।

১৯৯৭ সালে তিনি ডিপ্লোমা ডিগ্রি সম্পন্ন করেন। এরপর লাগার্ডিয়া কলেজ থেকে এএস এবং বারুক কলেজ থেকে বিবিএ অর্জন করেন। বারুক কলেজে পড়াকালীন তিনি সিএনইওয়াই ট্রাস্টির চেয়ারপারসনের দায়িত্বেও ছিলেন। পরে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

২০০৪ সালের জানুয়ারিতে তিনি এনওয়াইপিডিতে যোগ দেন। তখন বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ অফিসার ছিলেন হাতে গোনা কিছু মানুষ। ২০১০ সালে তিনি সার্জেন্ট পদে এবং ২০১৪ সালে লেফটেন্যান্ট পদে উন্নীত হন। পরবর্তীতে তিনি এনওয়াইপিডির গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ বিষয়ক তদন্ত সংস্থায় দায়িত্ব পালন শুরু করেন।

বাংলাদেশি-আমেরিকানদের আইন প্রয়োগকারী সংস্থায় যুক্ত হওয়ার পথ সুগম করতে তিনি Bangladeshi American Police Association (BAPA) প্রতিষ্ঠা করেন। তার নেতৃত্ব ও প্রচেষ্টায় বহু বাংলাদেশি-আমেরিকান এখন এনওয়াইপিডিতে পুলিশ অফিসার ও ডিটেকটিভ হিসেবে কর্মরত।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement