খালেদা জিয়াকে নিয়ে সরকারের জরুরি প্রজ্ঞাপন জারি

খালেদা জিয়াকে নিয়ে সরকারের জরুরি প্রজ্ঞাপন জারি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:১৮, ১ ডিসেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি)’ হিসেবে ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে তাঁকে নিরাপত্তা দিতে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী।

প্রজ্ঞাপনে জানানো হয়, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর ধারা ২(ক)-তে প্রদত্ত ক্ষমতার ভিত্তিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হলো, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনিসহ নানা জটিল রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেদিনই বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর জরুরি চিকিৎসা শুরু হয়। অবস্থার আরও অবনতি হলে দু’দিন আগে তাঁকে কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।

জুলাইয়ের অভ্যুত্থানের আগে আওয়ামী লীগ সরকারের সময়ে দুই মামলায় খালেদা জিয়ার কারাদণ্ড হয়। তিনি দুই বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন। ২০২০ সালের ২৫ মার্চ তৎকালীন সরকার নির্বাহী আদেশে তাঁর দণ্ড স্থগিত করে শর্তসাপেক্ষে মুক্তি দেয়, যা পরবর্তীতে ছয় মাস পরপর নবায়ন করা হচ্ছিল। তবে চিকিৎসার প্রয়োজনে বিদেশ যাওয়ার অনুমতি তখনো দেওয়া হয়নি।

গত ৮ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর মুক্তি পান খালেদা জিয়া। এরপর চিকিৎসার উদ্দেশে ৮ জানুয়ারি তিনি যুক্তরাজ্যে যান এবং প্রায় চার মাস পর ৬ মে দেশে ফিরে আসেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement