গাড়ির ছাদে তরুণ-তরুণী যা করলো

গাড়ির ছাদে তরুণ-তরুণী যা করলো ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৩৫, ১ ডিসেম্বর ২০২৫

বিয়ের স্মরণীয় মুহূর্তগুলো ধরে রাখতে অনেক দম্পতিই এখন নানান অভিনব আয়োজন করে থাকেন। তবে সেই ব্যতিক্রমী আয়োজন অনেক সময়ই হয়ে ওঠে ঝুঁকিপূর্ণ এবং দায়িত্বজ্ঞানহীন।

ভারতীয় জনপ্রিয় পর্যটনকেন্দ্র গোয়ায় এমনই একটি ঘটনার জন্ম দিয়েছে এক তরুণ-তরুণীর প্রিওয়েডিং ফটোশুট। তারা চলন্ত গাড়ির ওপর এমন বিপজ্জনক ভঙ্গিতে শুয়ে ছবি তুলছিলেন, যা দেখে পথচারীরাও আতঙ্কিত হয়ে ওঠেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি কালো রঙের এসইউভি ধীর গতিতে চলতে থাকা অবস্থায় তরুণীটি গাড়ির ছাদে শুয়ে আছেন, আর তরুণটি শুয়ে আছে গাড়ির বনেটে। তাদের চারপাশে কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল না। এমন দৃশ্য দেখে এক পথচারী গাড়িটি থামিয়ে তরুণ-তরুণী ও আলোকচিত্রশিল্পীকে কঠোরভাবে সতর্ক করেন। কিন্তু ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়তেই শুরু হয় সমালোচনার ঝড়।

নেটিজেনরা বিষয়টিকে চরম দায়িত্বহীন আচরণ বলে আখ্যা দিয়ে মন্তব্য করেছেন যে, এখন বিয়েকে কেন্দ্র করে এত সাজসজ্জা আর বাহুল্য বেড়ে গেছে যে অনেকে নিজের জীবনের ঝুঁকি নিতেও পিছপা হন না। একজন লিখেছেন, এখনকার যুবসমাজ ছবি ও ভিডিওর নিখুঁততার জন্য যেকোনো ঝুঁকি নিতে প্রস্তুত। আরেকজন মন্তব্য করেছেন, ‘জীবন হোক না হোক—ছবিটা যেন পারফেক্ট আসে, এখন যেন এটাই মূল চিন্তা।’

এ ঘটনায় পুলিশ কোনো পদক্ষেপ নেবে কি না—তা এখনো পরিষ্কার নয়। তবে এই ভিডিও আবারও সামনে নিয়ে এসেছে প্রশ্ন—প্রিওয়েডিং ফটোশুটের নামে বাড়তে থাকা এমন বিপজ্জনক প্রবণতা কি তরুণদের ভুল পথে ঠেলে দিচ্ছে না?

সূত্র: আনন্দবাজার

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement